চ্যাম্পিয়ন্স ট্রফি
সাকিব ও লিটনকে ফিরিয়ে আনলেও লাভ হবে না বলে মনে করেন পার্থিব প্যাটেল, তরুণ ক্রিকেটারদের ওপর ভরসা রেখে দল গড়ার পরামর্শ দিলেন দিনেশ কার্তিক।
Published : 25 Feb 2025, 12:58 PM
শুরুতেই সঞ্চালকের প্রশ্ন, “বাংলাদেশ ক্রিকেট কি এই শেষবার দুই ‘এম’কে দেখছে, মুশফিক ও মাহমুদউল্লাহ?’ কয়েক সেকেন্ড থমকে থেকে দিনেশ কার্তিকের উত্তর, “তাদের ক্রিকেটের স্বাস্থ্যের জন্য… আমি বলব ‘হ্যাঁ।’
ক্রিকেট ওয়েবসাইট ক্রিকবাজ-এর শোতে সাবেক দুই ভারতীয় ক্রিকেটার ও বিশ্লেষক দিনেশ কার্তিক ও পার্থিব প্যাটেল একটা জায়গায় মোটামুটি একমত, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহর অধ্যায় পেছনে ফেলে তরুণদের যথেষ্ট সময় দিয়ে দল গড়ায় মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশের। পার্থিবের মতে, সাকিব আল হাসান তো বটেই, এমনকি সৌম্য সরকার ও লিটন কুমার দাসকেও ফেরানোর প্রয়োজন নেই।
চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচেই হেরে বিদায় নেওয়ার পর বাংলাদেশ দলের বর্তমান ও ভবিষ্যৎ নিয়ে আলোচনা হচ্ছে অনেক। বিশেষ করে, ভারতের বিপক্ষে মুশফিকের প্রথম বলেই আউট এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে দুই অভিজ্ঞ ব্যাটসম্যানই বাজে শটে আউট হয়ে দলকে বিপদে ফেলার পর তাদেরকে নিয়ে চর্চা চলছে তুমুল।
কার্তিক একটি ছবি মেলে ধরলেন, অভিজ্ঞ দুজনকে পেছনে ফেলে কাদেরকে নিয়ে কোন পথে সামনে এগিয়ে চলা উচিত বাংলাদেশ ক্রিকেটের।
“আমার মনে হয়, তাদের সামনে তাকানো উচিত, তরুণদের সুযোগ দেওয়া উচিত এবং আমার ভালো লাগবে, ক্রিকেটারদের হিসেবে তরুণদের বেড়ে উঠতে দেখলে। বারবার অদলবদল যেন না করা হয়। খেলোয়াড় হিসেবে গড়ে ওঠার সময় দিতে হবে তাদেরকে।”
“বেশ কিছু ভালো প্রতিভা তাদের আছে। তানজিদকে মাঠে আরও জ্বলে ওঠার পথ বের করে দিতে হবে তাদের। তাওহিদকে (হৃদয়) মনে হচ্ছে ভালো ক্রিকেটার, জাকের আলি ভালো প্রতিভা। এই দলে প্রতিভা কিছু আছে। এখন ব্যাপারটি হলো, তাদেরকে নিরাপদ অনুভব করানো, আন্তর্জাতিক ক্রিকেটের যোগ্য মনে করানো এবং বোর্ড যেন তাদের পাশে থাকে, যেটি খুবই গুরুত্বপূর্ণ।”
২০২৩ ওয়ানডে বিশ্বকাপে বড় আশা নিয়ে গিয়ে ৯ ম্যাচের স্রেফ ২টি জিতেছিল বাংলাদেশ। হারতে হয়েছিল এমনকি নেদারল্যান্ডসের কাছেও। চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই ম্যাচের দুটিতে হার। দুটি বড় টুর্নামেন্টে বাজে ফলাফলের পর নতুন ভাবনার বিকল্প দেখেন না কার্তিক।
“দুই বছরের মধ্যে দুটি ওয়ানডে টুর্নামেন্টে যদি দুই-তিনটি ম্যাচও জিততে না পারেন, তাহলে অবশ্যই সময় হয়েছে নতুন করে পরিকল্পনা করা, বাস্তবতা মেনে নিয়ে গর্ব নিয়ে নতুনদের ওপর নির্ভর করা। দল হিসেবে তখনই গড়ে ওঠা যাবে। একই খেলোয়াড়দের ধরে রাখলে ফলাফলও একই হতে পারে।”
পার্থিব প্যাটেল নাম উল্লেখ করেই বললেন, কাদেরকে ধরে রেখে সামনের পথে এগিয়ে যাওয়া উচিত বাংলাদেশ দলের। একই চক্রে থাকলে দল গড়া যাবে না বলেই অভিমত তার।
“তাওহিদ হৃদয় অবশ্যই সবাইকে মুগ্ধ করেছে এখানে। নাজমুল হোসেন শান্ত আছে, তাদের অধিনায়ক। জাকের আলি আছে, তানজিদ হাসানের প্রতিভা আছে দারুণ, তার বড় ইনিংস খেলা প্রয়োজন। তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, নাহিদ রানা, মেহেদী হাসান মিরাজ, তাদের স্কোয়াডে থাকা উচিত।”
“ওই ক্রিকেটারদের আর ফিরিয়ে আনবেন না। সামনে তাকাতে হবে। সমস্যা এখানেই। বলা হচ্ছে, কেউ বাদ পড়লে সৌম্য সরকার দলে আসছে। আলোচনা হচ্ছে কাউকে বাদ দেওয়ার, লিটন দাস তখন চলে আসছে। এভাবে স্কোয়াড গড়ে তোলা যাবে না।”
পার্থিবের মতে, যুব পর্যায় থেকে ক্রিকেটার তুলে এনে সুযোগ দেওয়াও ভালো। তবু পেছনের পুরোনো ও ব্যর্থদের কাছে ফিরে যাওয়া উচিত নয়।
“এমনিতেই একটি স্কোয়াড আছে, যারা বেশ কিছু ওয়ানডে খেলেছে। অনূধর্ব-১৯ বা অনূর্ধ্ব-২৩ দলের কাউকে দুটি সিরিজে সুযোগ দিন। তাহলেই বোঝা যাবে, তারা ক্রিকেটার হিসেবে কতটা গড়ে উঠছে। মুশফিক-মাহমুদউল্লার কাছ থেকে ভবিষ্যতে কিছু পাওয়া যাবে না। এমনকি সাকিব আল হাসান বা লিটন দাসকে ফেরালেও কোনো কিছু পাওয়া যাবে না। বাংলাদেশের উচিত, নতুনদের নিয়ে এসে লম্বা সময় ভরসা রাখা।”