আইপিএল
ভারতের সাবেক ওপেনারের মতে, অহংকার নিয়ে ব্যাটিং করা যায় না।
Published : 12 May 2024, 04:15 PM
কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে রোহিত শার্মা ও সুরিয়াকুমার ইয়াদাভের ব্যাটিংয়ের ধরন একদমই পছন্দ হয়নি ভিরেন্দার শেবাগের। মুম্বাই ইন্ডিয়ান্সের দুই তারকা ব্যাটসম্যানের কড়া সমালোচনা করে ভারতের সাবেক ওপেনার বলেছেন, ভালো ডেলিভারিকে সম্মান না করার মাশুল দিয়েছে তারা। শেবাগের মতে, ২২ গজে দম্ভ না করে টিকে থাকলে মুম্বাইকে জিতিয়ে ফিরতে পারতেন এই দুইজন।
ইডেন গার্ডেন্সে শনিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে কলকাতার বিপক্ষে ১৮ রানে হারে মুম্বাই। ১৬ ওভারের ম্যাচে ১৫৮ রানের লক্ষ্য তাড়ায় ১৩৯ রানে থামে হার্দিক পান্ডিয়ার দলের ইনিংস।
রান তাড়ায় ইশান কিষানের ব্যাটে ভালো শুরু করে মুম্বাই। পাওয়ার প্লের ৫ ওভারে তার তুলে ফেলে ৫৯ রান। যেখানে বেশিরভাগ রানই ছিল কিষানের। ২ ছক্কা ও ৫ চারে ২২ বলে ৪০ রান করে ফেরেন এই ওপেনার।
কিন্তু আরেকপ্রান্তে নিজেকে খুঁজে ফিরছিলেন রোহিত। তার ভোগান্তি শেষ হয় ভারুন চক্রবর্তীর বলে, এই স্পিনারের লেংথ বল সুইপ করে আকাশে তুলে দেন মুম্বাই ওপেনার। শর্ট ফাইন লেগে সহজ ক্যাচ ধরেন সুনিল নারাইন। শেষ হয় রোহিতের একটি করে ছক্কা-চারে ২৪ বলে ১৯ রানের অস্বস্তিকর ইনিংস।
মুম্বাইকে টানতে পারেননি সুরিয়াকুমারও। আন্দ্রে রাসেলের বলে ছক্কার চেষ্টায় বাউন্ডারিতে ধরা পড়েন তিনি ১১ রান করে। ম্যাচের পর ক্রিকবাজে আলাপকালে শেবাগ বলেন, অহংবোধের কারণে নিজেদের উইকেট বিলিয়ে দিয়েছেন তারা।
“কেউ ভালো বোলিং করলে আরও সতর্ক হওয়া উচিত। রোহিত শার্মা ও সুরিয়াকুমার ইয়াদাভ ১৫ ওভারের মধ্যেই মুম্বাইকে জেতাতে পারতেন, যদি তারা ক্রিজে থাকতেন। দম্ভ নিয়ে ব্যাটিং করা যায় না। ভালো বোলারদের দেখেশুনে খেলতে হবে। ডেথ ওভারে আন্দ্রে রাসেলকে দুটি ছক্কা ও একটি চার মেরেছে নামান ধির। স্কাই (সুরিয়া) ও রোহিত পাঁচ বলে বাউন্ডারি হাঁকাতে পারতো।”
“আপনি রোহিত বা সুরিয়াকুমার হতে পারেন, কিন্তু বোলারকে সম্মান করতে না পারলে অন্তত ডেলিভারিকে সম্মান করুন। রোহিত যে বলে আউট হয়েছিলেন, সেটি বাজে ডেলিভারি ছিল না। রোহিত ও স্কাই (সুরিয়া) দুর্দান্ত খেলোয়াড়, তবে এর অর্থ এই নয় যে তারা ভালো ডেলিভারিতেও মারতে পারবে।”
মুম্বাইকে হারিয়ে এবারের আইপিএলে সবার আগে প্লে অফ নিশ্চিত করেছে কলকাতা। পাঁচবারের চ্যাম্পিয়ন মুম্বাই ১০ দলের টুর্নামেন্টে আছে নবম স্থানে।