সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২৮ রানে হেরেছে বাংলাদেশ।
Published : 21 Jun 2024, 06:12 AM
হার দিয়ে শুরু সুপার এইট
ব্যাটসম্যানরা পারলেন না লড়াইয়ের জন্য বড় পুঁজি এনে দিতে পারলে। ১৪০ রান নিয়ে লড়াই করতে পারলেন না বোলাররাও। অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের কিছুটা আটকে রাখতে পারলেন আসরে প্রথমবার খেলতে নামা শেখ মেহেদি হাসান। দারুণ সময় কাটানো লেগ স্পিনার রিশাদ হোসেন ২৩ রানে নিলেন ২ উইকেট।
ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ রানে হেরেছে বাংলাদেশ। ১৪১ রানের লক্ষ্য তাড়ায় অস্ট্রেলিয়া ইনিংসের দ্বাদশ ওভারে আবার বৃষ্টি নামলে আর খেলা সম্ভব হয়নি। সে সময় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রান ছিল ২ উইকেটে ১০০। ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে প্রয়োজন ছিল কেবল ৭২।
বড় হারের ধাক্কা রান রেটে পিছিয়ে চার নম্বরে আছে বাংলাদেশ (-২.৪৭১)।
শুরুতে জীবন পেয়ে অপরাজিত পঞ্চাশে অস্ট্রেলিয়ার জয়ে বড় অবদান ওপেনার ডেভিড ওয়ার্নারের। তবে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন আসরে প্রথম হ্যাটট্রিক উপহার দেওয়া প্যাট কামিন্স। ২৯ রানে অভিজ্ঞ এই পেসার নিয়েছেন ৩ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৮ (তানজিদ ০, লিটন ১৬, শান্ত ৪১, রিশাদ ২, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ২, মেহেদি ০, তাসকিন ১৩*, তানজিম ৪*; স্টার্ক ৪-০-২১-১, হেইজেলউড ৪-১-২৫-০, কামিন্স ৪-০-২৯-৩, জ্যাম্পা ৪-০-২৪-২, স্টয়নিস ২-০-২৪-১, ম্যাক্সওয়েল ২-০-১৪-১)
অস্ট্রেলিয়া: ১১.২ ওভারে ১০০/২ (ওয়ার্নার ৫৩*, হেড ৩১, মার্শ ১, ম্যাক্সওয়েল ১৪*; মেহেদি ৪-০-২২-০, তানজিম ১-০-৯-০, তাসকিন ১.২-০-২২-০, মুস্তাফিজ ২-০-২৩-০, রিশাদ ৩-০-২৩-২)
ফল: ডাকওয়ার্থ লুইস স্টার্ন পদ্ধতিতে অস্ট্রেলিয়া ২৮ রানে জয়ী
ম্যান অব দা ম্যাচ: প্যাট কামিন্স
৩৪ বলে ওয়ার্নারের পঞ্চাশ
শুরুতে জীবন পাওয়ার পর বাংলাদেশকে ভোগাচ্ছেন ডেভিড ওয়ার্নার। তাসকিন আহমেদকে ছক্কা মেরে ৩৪ বলে স্পর্শ করেছেন পঞ্চাশ। পরের বলে সিঙ্গেল নিয়ে দলকে নিয়ে গেছেন শতরানে।
এরপর আবার বৃষ্টির বাধায় বন্ধ হয়ে গেছে খেলা।
ডাওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে এই সময়ে বেশ এগিয়ে অস্ট্রেলিয়া। ২ উইকেট হারানো দলটির ১১.২ ওভারে প্রয়োজন ছিল কেবল ৭২ রান।
বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার সময় সাবেক বিশ্ব চ্যাম্পিয়নদের রান ২ উইকেটে ১০০।
মার্শকেও ফেরালেন রিশাদ
ট্রাভিস হেডকে বিদায় করার পর মিচেল মার্শের উইকেটও নিলেন রিশাদ হোসেন। তরুণ লেগ স্পিনারের হাত ধরে কিছুটা হলেও ম্যাচে ফিরল বাংলাদেশ।
মিডল-লেগ স্টাম্পে পিচ করে স্পিন করে বেরিয়ে যাওয়া বলে সুইপ করেছিলেন মার্শ। অস্ট্রেলিয়া অধিনায়ক ব্যাট ছোঁয়াতে না পারলে জোরাল আবেদনে সাড়া দেন আম্পায়ার। ডেভিড ওয়ার্নার সঙ্গে কথা বলে নেন রিভিউ। বল লাগত লেগ স্টাম্পের বাইরের দিকে, তাই টিকে থাকে রিভিউ। ৬ বলে ১ রান করে ফিরে যান মার্শ।
৯ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৭০। ক্রিজে ওয়ার্নারের সঙ্গী গ্লেন ম্যাক্সওয়েল।
শুরুর জুটি ভাঙলেন রিশাদ
বৃষ্টির পর খেলা শুরু হতেই উইকেট হারাল অস্ট্রেলিয়া। চমৎকার এক ডেলিভারিতে ট্রাভিস হেডকে বোল্ড করে দিলেন রিশাদ হোসেন।
অফ স্টাম্পের বাইরের বল লেগে ঘুরাতে চেয়েছিলেন। লাইনে যেতে পারেননি, ব্যাটের কানা এগিয়ে আঘাত হানে অফ স্টাম্পে। ভাঙে ৬৫ রানের উদ্বোধনী জুটি।
২১ বলে তিন চার ও দুই ছক্কায় ৩১ রান করেন হেড।
৭ ওভারে অস্ট্রেলিয়ার রান ১ উইকেটে ৬৫। ক্রিজে ডেভিড ওয়ার্নারের সঙ্গী মিচেল মার্শ।
ফের বৃষ্টি
পাওয়ার প্লের পর খেলা হলো মোটে এক বল। এরপর আবার বৃষ্টির জন্য বন্ধ হলো খেলা। ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেডের ব্যাটে উড়ন্ত সূচনা পাওয়া অস্ট্রেলিয়ার রান ৬.২ ওভারে বিনা উইকেটে ৬৪।
পাওয়ার প্লেতে উইকেট পেল না বাংলাদেশ
ছোট পুঁজি নিয়ে শুরুতে ধাক্কা দেওয়ার কাজ করতে পারল না বাংলাদেশ। দ্বিতীয় ওভারে সুযোগ অবশ্য এসেছিল। কিন্তু ৫ রানে থাকা ডেভিড ওয়ার্নারের ক্যাচ নিতে পারেননি তাওহিদ হৃদয়।
জীবন পেয়ে বাংলাদেশের হতাশা বাড়াচ্ছেন ওয়ার্নার। আরেক ওপেনার ট্রাভিস হেডও ছুটছেন একই ছন্দে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৫৯ রান করেছে অস্ট্রেলিয়া।
হেড ১৯ বলে ৩০ ও ওয়ার্নার ১৭ বলে ২৮ রানে খেলছেন।
জীবন পেলেন ওয়ার্নার
শুরুতেই সুযোগ পেলেন ডেভিড ওয়ার্নার। দ্বিতীয় ওভারে তানজিম হাসানের প্রথম বলে পয়েন্টে ক্যাচ নিতে পারলেন না তাওহিদ হৃদয়। ৫ রানে ছিলেন ওয়ার্নার।
২ ওভারে অস্ট্রেলিয়ার সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে ১৪ রান।
১৪০ রানে থামল বাংলাদেশ
ব্যাটিংয়ের ব্যর্থতা আরও দীর্ঘায়িত করল বাংলাদেশ। ভালো কিছুর সম্ভাবনা জাগিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ১৪০ রানের বেশি করতে পারল না নাজমুল হোসেন শান্তর দল।
বাকিদের হতাশার দিনে চল্লিশ ছোঁয়া ইনিংস খেলেন নাজমুল হোসেন শান্ত ও তাওহিদ হৃদয়। আগের ম্যাচগুলোতে ব্যর্থতার বৃত্তে ঘুরে থাকা শান্ত ৫ চার ও ১ ছক্কায় করেন ৩৬ বলে ৪১ রান। হৃদয়ের ব্যাট থেকে আসে ২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৪০ রান।
টানা ব্যর্থতার মধ্যে থাকা লিটন কুমার দাস ১৬ রান করতে খেলেন ২৫ বল। টানা দ্বিতীয় ম্যাচে খালি হাতে ফেরেন আরেক ওপেনার তানজিদ হাসান। দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদউল্লাহ ও সাকিব আল হাসানও বেশি কিছু করতে পারেননি।
অস্ট্রেলিয়ার হয়ে হ্যাটট্রিক করেন প্যাট কামিন্স। চলতি আসরের প্রথম ও সব মিলিয়ে বিশ্বকাপের সপ্তম হ্যাটট্রিক এটি।
এছাড়া অ্যাডাম জ্যাম্পা নেন ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ২০ ওভারে ১৪০/৮ (তানজিদ ০, লিটন ১৬, শান্ত ৪১, রিশাদ ২, হৃদয় ৪০, সাকিব ৮, মাহমুদউল্লাহ ২, মেহেদি ০, তাসকিন ১৩*, তানজিম ৪*; স্টার্ক ৪-০-২১-১, হেইজেলউড ৪-১-২৫-০, কামিন্স ৪-০-২৯-৩, জ্যাম্পা ৪-০-২৪-২, স্টয়নিস ২-০-২৪-১, ম্যাক্সওয়েল ২-০-১৪-১)
কামিন্সের হ্যাটট্রিক
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম হ্যাটট্রিক করলেন প্যাট কামিন্স। সব মিলিয়ে টি-টোয়েন্টির বিশ্ব আসরে সপ্তম ও অস্ট্রেলিয়া হয়ে দ্বিতীয়। ২০০৭ সালে বাংলাদেশের বিপক্ষেই প্রথম হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার সাবেক গতিতারকা ব্রেট লি।
নিজের আগের ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও শেখ মেহেদি হাসানকে ফিরিয়ে সম্ভাবনা জাগান কামিন্স। ইনিংসের শেষ ওভারে তার প্রথম বলে স্কুপ করে শর্ট ফাইন লেগে জশ হেইজেলউডের হাতে ক্যাচ দেন তাওহিদ হৃদয়।
২টি করে চার-ছক্কায় ২৮ বলে ৪০ রান করেন হৃদয়।
কামিন্সের জোড়া আঘাত
শেষ দিকে এসে দ্রুত উইকেট হারাচ্ছে বাংলাদেশ। ১৮তম ওভারের শেষ দুই বলে মাহমুদউল্লাহ ও শেখ মেহেদি হাসানকে ড্রেসিং রুমে ফেরত পাঠিয়েছেন প্যাট কামিন্স।
অফ স্টাম্পের বাইরের শর্ট বল পুল করতে গিয়ে স্টাম্পে টেনে আনেন মাহমুদউল্লাহ। ৩ বলে ২ রান করেন তিনি।
পরের বলটিও শর্ট ডেলিভারি করেন কামিন্স। এবার থার্ড ম্যান দিয়ে আপার কাট করার চেষ্টায় সীমানায় ধরা পড়েন এবারের আসরে প্রথম ম্যাচ খেলতে নামা মেহেদি।
১৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ১২২ রান। ২৬ বলে ৩৯ রানে খেলছেন তাওহিদ হৃদয়। নতুন ব্যাটসম্যান তাসকিন আহমেদ।
সাকিবকে ফেরালেন স্টয়নিস
মার্কাস স্টয়নিসের লেগ স্টাম্পের বাইরের ডেলিভারি ফ্লিক করার চেষ্টায় আগেই ব্যাট চালিয়ে ফেললেন সাকিব আল হাসান। সামনের কানায় লেগে ফিরতি ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার।
৮ রান করতে ১০ বল খেলেন সাকিব। ক্রিজে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহ।
১৬.১ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১০৩ রান।
ষোড়শ ওভারে বাংলাদেশের একশ
রানের পালে হাওয়া দিতে পারছে না বাংলাদেশ। অস্ট্রেলিয়ার নিয়ন্ত্রিত বোলিংয়ে একশ ছুঁতে খেলতে হলো ১৬ ওভার পর্যন্ত।
১৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১০৩ রান। তাওহিদ হৃদয় ১৯ বলে ২২ ও সাকিব আল হাসান ৯ বলে ৮ রানে খেলছেন। দুজনের জুটির সংগ্রহ ১৮ বলে ১৯ রান।
এবার ফিরলেন শান্ত
অ্যাডাম জ্যাম্পার মিডল স্টাম্প লাইনের ডেলিভারি সুইপ খেলার চেষ্টায় ব্যাটে লাগাতে পারলেন না নাজমুল হোসেন শান্ত। বল প্যাডে লাগতেই জোরাল আবেদনে আঙুল তুলে দিলেন আম্পায়ার।
নিশ্চিত আউট বুঝতে পেরেই হয়তো রিভিউও নিলেন না শান্ত। নিলেও কোনো লাভ অবশ্য হতো না। ৫ চার ও ১ ছক্কায় ৩৬ বলে ৪১ রান করে ফেরেন বাংলাদেশ অধিনায়ক।
১৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৮৪ রান। তাওহিদ হৃদয় ১০ বলে ১২ রানে অপরাজিত। ক্রিজে নতুন ব্যাটসম্যান সাকিব আল হাসান।
অল্পেই ফিরলেন রিশাদ
কাজে লাগল না রিশাদ হোসেনকে আগে নামানোর বাজি। অল্পেই ড্রেসিং রুমে ফিরলেন তরুণ লেগ স্পিনার। গ্লেন ম্যাক্সওয়েলের বল ছক্কায় ওড়াতে গিয়ে ব্যাটের বাইরের কানায় লেগে শর্ট থার্ড ম্যানে ধরা পড়লেন রিশাদ।
৪ বলে রিশাদ করেন ২ রান।
১০ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ৬৭ রান। একপ্রান্ত আগলে রেখে ২৮ বলে ৩৯ রানে খেলছেন নাজমুল হোসেন শান্ত। ক্রিজে নতুন ব্যাটসম্যান তাওহিদ হৃদয়।
লিটনকে ফিরিয়ে জুটি ভাঙলেন জ্যাম্পা
শুরু থেকেই রানের জন্য সংগ্রাম করতে থাকা লিটন কুমার দাস পারলেন না খোলস ছেড়ে বের হতে। অ্যাডাম জ্যাম্পার বলে সুইপ করার চেষ্টায় বোল্ড হয়ে ড্রেসিংয়ে রুমে ফিরলেন বাংলাদেশের ওপেনার।
২ চারে ১৬ রান করতে ২৫ বল খেলেন লিটন।
চমক দিয়ে চার নম্বরে নামানো হয়েছে রিশাদ হোসেনকে।
৯ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ৬০ রান। ২৩ বলে ৩৩ রানে অপরাজিত নাজমুল হোসেন শান্ত।
লিটন-শান্তর জুটির পঞ্চাশ
শুরুর ধাক্কা সামলে দলকে এগিয়ে নিচ্ছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। এরই মধ্যে দুজন মিলে গড়েছেন পঞ্চাশ রানের জুটি, ৪১ বলে।
চলতি বিশ্বকাপে পঞ্চম ম্যাচে বাংলাদেশের দ্বিতীয় পঞ্চাশছোঁয়া জুটি এটি।
৮ ওভারে বাংলাদেশের সংগ্রহ ১ উইকেটে ৫৭ রান। লিটন ২৩ বলে ১৬ ও শান্ত ২২ বলে ৩১ রানে অপরাজিত।
পাওয়ার প্লেতে ১ উইকেটে ৩৯
শুরুতেই তানজিদ হাসানের বিদায়ের পর কিছুটা সময় নিয়ে এগোচ্ছেন লিটন কুমার দাস ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের ৬ ওভারে আর কোনো উইকেট না হারিয়ে বাংলাদেশ করেছে ৩৯ রান।
জশ হেইজেলউডের দ্বিতীয় ওভারের পুরোটা মেইডেন খেলেন লিটন। পরের ওভারে একই বোলারকে লং অন দিয়ে ছক্কা মারেন শান্ত। পরে পঞ্চম ওভারে মিচেল স্টার্কের বলে লিটনের ব্যাট থেকে আসে দুটি চার।
পাওয়ার প্লের শেষ ওভারে প্রথম আক্রমণে এসে ওয়াইডে চারসহ ১২ রান দেন প্যাট কামিন্স।
লিটন ১৯ বলে ১৩ ও শান্ত ১৪ বলে ১৮ রানে খেলছেন।
ফের শূন্যতে শেষ তানজিদ
পরপর দুই ম্যাচে রানের খাতা খুলতে ব্যর্থ তানজিদ হাসান। প্রথম ওভারে মিচেল স্টার্কের তৃতীয় বল তানজিদের ব্যাটের নিচের অংশে লেগে আঘাত করে স্টাম্পে।
এর আগের ম্যাচে নেপালের বিপক্ষে প্রথম বলে ফিরেছিলেন তানজিদ।
তিন নম্বরে নেমেছেন নাজমুল হোসেন শান্ত। ওভারের শেষ বলে বাউন্ডারি মেরে নিজের ও দলের রানের খাতা খুলেছেন বাংলাদেশ অধিনায়ক। ক্রিজে আরেক ওপেনার লিটন কুমার দাস।
অস্ট্রেলিয়া একাদশে জোড়া পরিবর্তন
অস্ট্রেলিয়ার একাদশে আনা হয়েছে জোড়া পরিবর্তন। ফিরেছেন দলের দুই নিয়মিত পেসার মিচেল স্টার্ক ও জশ হেইজেলউড। আগের ম্যাচ থেকে বাদ পড়েছেন অ্যাশটন অ্যাগার ও ন্যাথান এলিস।
অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, ট্রাভিস হেড, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জ্যাম্পা, জশ হেইজেলউড।
মেহেদিকে একাদশে ফিরিয়ে ব্যাটিংয়ে বাংলাদেশ
জাকেরের জায়গায় এলেন মেহেদি
পরপর দুই ম্যাচ জিতলেও সুপার এইটের শুরুতে নিজেদের একাদশে একটি পরিবর্তন আনল বাংলাদেশ। জাকের আলির পরিবর্তে টুর্নামেন্টে প্রথমবার সুযোগ পেলেন শেখ মেহেদি হাসান।
মেহেদির অন্তর্ভুক্তিতে স্পিন বিভাগে শক্তি বাড়ল বাংলাদেশের। লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি স্পিনার সাকিব আল হাসানের সঙ্গে অফ স্পিন করবেন মেহেদি। পেস বিভাগে আগের তিনজনকেই রাখল বাংলাদেশ।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, শেখ মেহেদি হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ।
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
টানা চার ম্যাচে টস হারলেন নাজমুল হোসেন শান্ত। কয়েনভাগ্য পাশে পেয়ে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ।
বাংলাদেশ অধিনায়ক বলেছেন, টস জিতলে তিনিও আগে ফিল্ডিং নিতেন। তবে আগে ব্যাট করা নিয়ে তার দলের সমস্যা নেই।
বৃষ্টিতে পিছিয়ে গেল টস
টস হওয়ার নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগে নামল বৃষ্টি। তবে বৃষ্টির মাত্রা খুব বেশি নয়। অবশ্য টস পিছিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। বাংলাদেশ সময় ভোর ৬টায় তাই হয়নি টস। আপাতত সরিয়ে নেওয়া হচ্ছে পিচের কভার। অল্প সময়ের মধ্যেই হবে টস।
সুপার এইটের শুরুতেই অস্ট্রেলিয়া-চ্যালেঞ্জ
বোলারদের দুর্দান্ত পারফরম্যান্সে প্রথম রাউন্ডের বৈতরণী পার হওয়ার পর এবার সুপার এইটের লড়াইয়ে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ দারুণ ছন্দে থাকা অস্ট্রেলিয়া।
অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ডস ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় শুক্রবার ভোর সাড়ে ৬টায় শুরু হবে খেলা। সেমি-ফাইনালে খেলার সম্ভাবনা জাগাতে ইতিবাচক শুরু অত্যন্ত জরুরি দুই দলের জন্যই।
দলের ওপর প্রত্যাশার চাপ না দিয়ে নির্ভার থেকে খেলার দিকে মনোযোগ দেওয়ার কথা বলেছেন বাংলাদেশের প্রধান কোচ চান্দিকা হাথুরুসিংহে। তবে মাঠে যার যার দায়িত্ব পালনের তাগিদও দিয়েছেন তিনি।
দুই দলের মুখোমুখি লড়াইয়ে দশ ম্যাচের ছয়টিতে জয়ী অস্ট্রেলিয়া। বাংলাদেশের চার জয়ের সবকটিই এসেছে ২০২১ সালে ঘরের মাঠের সিরিজে, মিরপুরের স্পিন মঞ্চে। বিশ্বকাপে পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে ২০২১ সালের চ্যাম্পিয়নরা।