সব শাখার পাশাপাশি ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
Published : 13 Apr 2025, 11:59 PM
দেশেজুড়ে ব্যাংকের ১০৪টি শাখা ও ৫৭টি উপশাখায় আনন্দমুখর আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠার ৪৩তম বার্ষিকী উদযাপন করেছে এবি ব্যাংক।
এ উপলক্ষে ব্যাংকের প্রধান কার্যালয়ে পতাকা উত্তোলনসহ একটি অনুষ্ঠানের আয়োজন করার কথাও রোববার ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
প্রধান কার্যালয়ের অনুষ্ঠানে ব্যাংকের স্বতন্ত্র পরিচালক শফিকুল আলম ও মো. এস্কান্দার মিয়া, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত) সৈয়দ মিজানুর রহমান উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ঘিরে বিভিন্ন শাখায় বিশেষ দোয়া ও মোনাজাতও করা হয়।
এসব অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (ভারপ্রাপ্ত), অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকরা তাদের বক্তব্যে ব্যাংকের শেয়ারহোল্ডার, গ্রাহক, কর্মী, শুভাকাঙ্ক্ষী ও নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোকে ব্যাংকের প্রতি তাদের অব্যাহত সমর্থন ও বিশ্বাসের জন্য কৃতজ্ঞতা ও ধন্যবাদ দেন।