পাঁচ হাজার টাকার বেশি মূল্যের পণ্য কিনলে স্বয়ংক্রিয়ভাবে এই ক্যাম্পেইনে অংশগ্রহণের যোগ্য হবেন।
Published : 13 Apr 2025, 06:12 PM
ক্রেতাদের ওমরাহ পালনের সুযোগ দিতে ‘ভিশন এম্পোরিয়াম ওমরাহ কাফেলা' নামে একটি ক্যাম্পেইন চালু করেছে আরএফএল।
রোববার আরএফএলের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রাজধানীর বাড্ডায় প্রাণ সেন্টারে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইন উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
আর এন পাল বলেন, "এ ক্যাম্পেইনের মাধ্যমে ভিশন এম্পোরিয়াম তার গ্রাহকদের জীবনকে অর্থপূর্ণ এবং ফলপ্রসূ অভিজ্ঞতা দিয়ে সমৃদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
“আমরা আশা করি, ওমরাহ কাফেলা অফারটি ক্রেতাদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করবে এবং তাদের ওমরাহ পালনের স্বপ্নকে বাস্তব রূপ দেবে।"
বিজ্ঞপ্তিতে বলা হয়, ভিশন এম্পোরিয়ামের যেকোনো শোরুম বা অনলাইন প্লাটফর্ম থেকে পাঁচ হাজার টাকার বেশি মূল্যের পণ্য কিনলে গ্রাহকরা স্বয়ংক্রিয়ভাবে ক্যাম্পেইনটিতে অংশগ্রহণের যোগ্য হবেন।
প্রতি সপ্তাহে ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে একাধিক ভাগ্যবান বিজয়ী নির্বাচন করা হবে এবং ভিশন এম্পোরিয়ামের অফিসিয়াল ফেইসবুক পেইজে তাদের নাম ঘোষণা করা হবে। বিজয়ী অন্য ধর্মের হলে পাবেন ওমরাহ পালনের সমপরিমাণ অর্থ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে ভিশন এম্পোরিয়ামের হেড অব বিজনেস শামসুজ্জামান নয়ন, হেড অব মার্কেটিং শফিক শাহিন, হেড অব সেলস রাসেল আহমেদ ও হেড অব অপারেশন ফরহাদ-উজ-জামান উপস্থিত ছিলেন।