চ্যাম্পিয়ন্স লিগ
প্রথম লেগে ৩-১ গোলে হারের পর ঘরের মাঠে খেলার সুবিধা কাজে লাগাতে চান অ্যাস্টন ভিলা কোচ উনাই এমেরি।
Published : 15 Apr 2025, 08:10 AM
প্রথম লেগে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত হারতে হয়েছে বড় ব্যবধানে। চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে যেতে পিএসজির বিপক্ষে ফিরতি লেগে তাই প্রত্যাবর্তনের গল্প লিখতে হবে অ্যাস্টন ভিলাকে। ঘরের মাঠে সমর্থকদের পাশে নিয়ে সেটা সম্ভব বলেই বিশ্বাস ইংলিশ ক্লাবটির কোচ উনাই এমেরির।
প্যারিসে গত সপ্তাহে কোয়ার্টার-ফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে হারে ভিলা। মর্গ্যান রজার্স দলটিকে এগিয়ে নেওয়ার পর পিএসজির হয়ে একে একে জালের দেখা পান দিজিরে দুয়ে, খাভিচা কাভারাৎস্খেলিয়া ও নুনো মেন্দেস।
ভিলা পার্কে মঙ্গলবার হবে ফিরতি লেগ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত একটায়।
আগের দিন সংবাদ সম্মেলনে এমেরি বললেন, ঘরের মাঠে খেলার সুবিধা পুরোপুরি কাজে লাগাতে চান তারা।
“পিএসজির অ্যাওয়ে ম্যাচে খেলার অনেক অভিজ্ঞতা আছে। তারা ফ্রান্স এবং ইউরোপে খেলছে। আমাদেরও অভিজ্ঞতা আছে।”
“আমরা আমাদের সমর্থকদের সঙ্গে সংযোগ স্থাপন করব এবং প্রাণশক্তি সঞ্চার করব... যদি আমরা কৌশলগতভাবে এবং ব্যক্তিগতভাবে মাঠে ভালো কিছু করি, তাহলে সমর্থকরা আমাদের প্রাণশক্তি বাড়িয়ে দেবে এবং আমাদের অনেক সাহায্য করবে।”