চ্যাম্পিয়ন্স লিগ
Published : 06 May 2025, 08:14 PM
চ্যাম্পিয়ন্স লিগের সেমি-ফাইনালে ইন্টার মিলান ও বার্সেলোনার লড়াইয়ের উত্তাপ টের পাচ্ছেন পিএসজি কোচ লুইস এনরিকে। ফাইনালের প্রসঙ্গে কোনো একটি দলকে অবশ্য এগিয়ে রাখেননি তিনি। তবে নিজের সাবেক ক্লাব বার্সেলোনার প্রতি ভালোবাসাও লুকাননি এই স্প্যানিয়ার্ড।
শেষ চারের ফিরতি লেগে মঙ্গলবার ইন্টারের মাঠে খেলবে বার্সেলোনা। স্পেনে প্রথম লেগে রোমাঞ্চ ছড়ানো লড়াইয়ে ৩-৩ ড্র করে দল দুটি।
আরেক সেমি-ফাইনালের ফিরতি লেগে বুধবার পিএসজি খেলবে আর্সেনালের বিপক্ষে। প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে ১-০ গোলে জিতে এগিয়ে আছে ফরাসি দলটি।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে এনরিকেকে জিজ্ঞেস করা হয়, ফাইনালে ওঠার ক্ষেত্রে ইন্টার ও বার্সেলোনার মধ্যে কাকে বেছে নেবেন তিনি। পিএসজি কোচ তুলে ধরেন নিজের ভাবনা।
“এই সেমি-ফাইনালের কথা ভেবেই আমি ঘামছি (কপাল মুছতে মুছতে), কালকের নয়, আজকের। এই দুই সেমি-ফাইনালে আমার কেবল একটিই লক্ষ্য: পিএসজিকে ফাইনালে তোলা। যদি আমরা উঠতে না পারি, তাহলে সেখানে পৌঁছানো উভয় দলের জন্যই শুভকামনা জানাব।”
“স্পষ্টতই আমার একটা অতীত আছে, যার জন্য আমি গর্বিত এবং বার্সেলোনার প্রতি আমার ভালোবাসা কখনই মুছে যাবে না।”
এনরিকের কোচিংয়ে ২০১৪-১৫ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ইউভেন্তুসকে ৩-১ গোলে হারিয়ে শিরোপা জিতেছিল বার্সেলোনা। ওই মৌসুম ট্রেবল জিতেছিল কাতালান দলটি। তারপর থেকে আর ইউরোপ সেরার প্রতিযোগিতাটির ফাইনালে উঠতে পারেনি তারা।