সহকারীকে উদ্ধার করা হয় মৃত অবস্থায়; চালকের মৃত্যু হয় হাসপাতালে, বলছে পুলিশ।
Published : 15 Apr 2025, 11:36 AM
ফরিদপুরের মধুখালী উপজেলায় তরমুজ বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে চালক ও তার সহকারীর প্রাণ গেছে।
মঙ্গলবার সকালে উপজেলার ঘোপঘাট এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে করিমপুর হাইওয়ে থানার টি এস আই মো. আনোয়ার হোসেন জানান।
নিহতরা হলেন- যশোর কেশবপুর থানার হাবাসপুর গ্রামের সাহেব আলীর ছেলে ট্রাক চালক মো. ইদ্রিস এবং তার সহকারী পাশের মধ্যপুল গ্রামের মশিয়ার খানের ছেলে ফয়সাল খান।
টি এস আই আনোয়ার বলেন, খুলনা থেকে ঢাকাগামী একটি তরমুজ বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।
এ সময় ট্রাকটি গাছের সঙ্গে আটকে যায় এবং চালক ও তার সহকারী দুজনেই গাড়ির ভেতরে আটকা পড়েন।
তিনি বলেন, “খবর পেয়ে মধুখালী ও মাগুরা জেলার ফায়ার সার্ভিসের কর্মীরা এসে দুই ঘণ্টার চেষ্টায় আটকে পড়া চালক ও তার সহকারীকে উদ্ধার করেন। এ সময় সহকারীকে মৃত অবস্থায় পাওয়া যায়।
“আর আহত চালককে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান। দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল বন্ধ ছিল। উদ্ধার কাজ শেষে পরিস্থিতি স্বাভাবিক হয়।”
আইনি প্রক্রিয়া শেষে দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে টি এস আই আনোয়ার হোসেন জানান।