ক্যাম্পেইনে অংশ নিয়ে স্মার্ট টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ও ব্লেন্ডারসহ বিভিন্ন উপহার জেতার সুযোগ পাচ্ছেন।
Published : 15 Mar 2025, 06:06 PM
ঈদের কেনাকাটায় গ্রাহকদের জন্য ‘কোটি টাকার ঈদ উপহার ২০২৫’ ক্যাম্পেইন চালু করেছে যমুনা ফিউচার পার্ক কর্তৃপক্ষ।
যমুনা গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, চাঁদরাত পর্যন্ত ক্যাম্পেইনের আওতায় ‘কোটি টাকার’ পুরস্কার জেতার সুযোগ রয়েছে। ২ হাজার টাকার কেনাকাটা করে গ্রাহকরা ক্যাম্পেইনে অংশ নিয়ে স্মার্ট টিভি, ফ্রিজ, মাইক্রোওয়েভ ও ব্লেন্ডারসহ বিভিন্ন পুরস্কার জেতার সুযোগ পাচ্ছেন।
এ জন্য শপিংমলের ‘সেন্টার কোর্টে’ উপহারের জন্য আলাদা বুথ রয়েছে। পণ্য কেনার ইনভয়েস নিয়ে সেখানে থাকা কিউআর কোড অথবা jamunaeid.com এ তথ্য দেওয়ার সঙ্গে সঙ্গে গ্রাহকরা বুথ থেকে পুরস্কার সংগ্রহ করতে পারবেন। প্রতিদিন এই আয়োজনে অংশগ্রহণকারীদের পুরস্কার দেওয়া হবে।
যমুনা গ্রুপের পরিচালক (মার্কেটিং, সেলস ও অপারেশনস) মোহাম্মদ আলমগীর আলম বলেন, “দেশের সকল ব্র্যান্ডের সবচেয়ে বড় শোরুমটি এখানে হওয়ায় ক্রেতারা স্বাচ্ছন্দ্যে কেনাকাটার সুযোগ পাচ্ছে। ক্রেডিট কার্ডে বিশেষ ডিসকাউন্ট, ক্যাশব্যাক, বোনাস পয়েন্ট আর ব্র্যান্ডশপের এক দামে কেনাকাটায় সাশ্রয় হবে ঈদের বাজেটের বড় অংশ।”