কোভিড: শনাক্ত ২৮ রোগী, মৃত্যু নেই

দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ২৫ শতাংশ ছিল।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 May 2023, 11:17 AM
Updated : 26 May 2023, 11:17 AM

দেশে গত এক দিনে আরও ২৮ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে; এই সময়ে মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ৬৪৯টি নমুনা পরীক্ষা করে নতুন ওই ২৮ রোগী শনাক্ত হয়।

তাতে দিনে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৩১ শতাংশ, যা আগের দিন ৫ দশমিক ২৫ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৩৮ হাজার ৮৩৭ জন হয়েছে। মৃতের মোট সংখ্যা রয়েছে আগের মতই ২৯ হাজার ৪৪৬ জন।

গত ২৪ ঘণ্টায় ২৬ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ২০ লাখ ৬ হাজার ১৮৩ জন।

গত একদিনে শনাক্ত রোগীদের ২২ জন ঢাকার বাসিন্দা। এর বাইরে ময়মনসিংহ, জামালপুর, রংপুর, দিনাজপুর, বরিশাল ও সিলেটে একজন করে রোগী শনাক্ত হয়েছে।

সর্বশেষ গত ২৮ মার্চ দেশে কোভিডে একজনের মৃত্যুর খবর এসেছিল। এরপর গত ৫৯ দিন কোভিডে আর কারও মৃত্যু হয়নি।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে ২০২১ সালের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।