Published : 25 Oct 2023, 06:03 PM
দুই সংবাদকর্মীকে মারধরের ঘটনায় ঢাকা কলেজ ছাত্রলীগের ৬ কর্মীকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কৃতরা হলেন- রাউফুর রহমান সোহেল, এবিএম আলামিন, সজীব আহসান, আবরার হোসাইন সাগর, সৈয়দ আব্দুল্লাহ শুভ ও ফাহমিদ হাসান পলাশ।
কেন্দ্রীয় ছাত্রলীগের দপ্তর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, “সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে সংগঠনবিরোধী, শৃঙ্খলা পরিপন্থি, অপরাধমূলক এবং সংগঠনের মর্যাদা ক্ষুণ্ন হয় এমন কাজে জড়িত থাকার অভিযোগে তাদেরকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হল।“
মারধরের শিকার হওয়া ঢাকা কলেজে পড়ুয়া দুই দুই সংবাদ কর্মী হলেন অনলাইন নিউজ পোর্টাল ডেইলি বাংলাদেশের ঢাকা কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদ এবং বাংলা ট্রিবিউনের ঢাকা কলেজ প্রতিনিধি ওবাইদুর সাঈদ।
ফয়সাল আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ২৭ সেপ্টেম্বর রাতে ছাত্রলীগ নেতা রাউফুর রহমান সোহেলের অনুসারী আল আমিন, সজিব আহমেদ, সাগর ও ইকরাম তাকে মারধর করেন।
এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করায় গত বৃহস্পতিবার রাত ১২টার পর সোহেল তার অনুসারীদের নিয়ে বাংলা ট্রিবিউনের কলেজ প্রতিনিধি ওবাইদুরকে লাঠিপেটা করে। এছাড়া সাংবাদিক ফয়সালকে নির্যাতনের তথ্য কোথায় কোথায় ওবাইদুর পাঠিয়েছেন, সেটি বের করতে তার মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।
পরে খবর পেয়ে ওবাইদুরের স্বজনেরা এসে ছাত্রলীগ নেতাদের হাত থেকে তাকে উদ্ধার করে নিয়ে যান।
এ ঘটনায় শুক্রবার ঢাকা কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রধান অধ্যাপক একেএম ইলিয়াসকে আহ্বায়ক করে ছয় সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে কলেজ প্রশাসন। কমিটিকে আগামী ৪ অক্টোবর প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
(প্রতিবেদনটি প্রকাশিত হয়েছিল ১ অক্টোবর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)