বিজ্ঞপ্তিতে বলা হয়, “১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবে না।”
Published : 31 Jan 2025, 07:31 PM
অমর একুশে বইমেলা উপলক্ষ্যে ক্রেতা এবং দর্শনার্থীদের চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের বিধি-নিষেধ শিথিল করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
শুক্রবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তর হতে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, ১ ফেব্রুয়ারি থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যানবাহন নিয়ন্ত্রণের জন্য কোনো ব্যারিকেড রাখবে না।
“বইমেলা উপভোগ করতে আসা ক্রেতা এবং দর্শনার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে আসা-যাওয়া নির্বিঘ্ন করতে প্রবেশপথগুলোয় যানবাহন নিয়ন্ত্রণের যে বিধি-নিষেধ থাকে তা অমর একুশে বইমেলা উপলক্ষে শিথিল করা হল।”
সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের পলাশীর মোড়, নীলক্ষেত মোড়, শহীদ মিনার, শাহবাগ, শহীদুল্লাহ হল, হাই কোর্ট মোড় এবং শিববাড়ি ক্রসিং মোড়ে ব্যারিয়ার, নিরাপত্তা ও নজরদারি বক্স বসায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।
ফলে শুক্র, শনি এবং সরকারি ছুটির দিন বিকাল ৩টা থেকে রাত ১০টা এবং অফিস চলাকালীন সময়ে বিকাল ৬টা ৩০ থেকে রাত ১০টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত গাড়ি, জরুরি সেবা (অ্যাম্বুলেন্স, ডাক্তার, রোগী, সাংবাদিকসহ অন্যান্য সরকারি গাড়ি) ছাড়া অন্য গাড়ি প্রবেশে নিষেধাজ্ঞা ছিল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন এ নির্দেশনার ফলে বইমেলা উপলক্ষে সে বিধিনিষেধ আপাতত থাকছে না।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মহানগর ট্রাফিক বিভাগ যানবাহন প্রবেশ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পার্কিংয়ের ব্যবস্থা এবং বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবক দল এবং প্রক্টরিয়াল টিমের সদস্যরা ট্রাফিক বিভাগকে এ নিয়ে সার্বিক সহায়তা করবে।
বাংলা একাডেমি কর্তৃপক্ষ অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে যানবাহন চলাচল নির্বিঘ্ন করতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
১৯৫২ সালের ভাষা আন্দোলনের অমর শহীদদের স্মৃতিতে ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে বইমেলা।
ভাষা শহীদ-ভাষাসংগ্রামী, মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর শহীদ, আহত ও অংশগ্রহণকারী সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবারের বইমেলার মূল প্রতিপাদ্য ঠিক করা হয়েছে- 'জুলাই গণ-অভ্যুত্থান: নতুন বাংলাদেশ বিনির্মাণ'।
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস শনিবার বিকাল ৩টায় বইমেলার উদ্বোধন করবেন।
পুরনো খবর:
বইমেলার মাঠে শেষ মুহূর্তের ব্যস্ততা
এবার বইমেলায় বেড়েছে প্রকাশনা প্রতিষ্ঠান