"বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা-মামলা ও গুম–খুনের শিকার হয়েছি, অন্য কোন দল এককভাবে তা হয়নি”, বলেন ছাত্রদল নেতা গণেশ রায়।
Published : 19 Feb 2025, 12:04 AM
খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) নিজেদের সংগঠনের ওপর হামলা হওয়ার অভিযোগ তুলে মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা ছাত্রদল।
মঙ্গলবার রাত ৯টার দিকে মিছিলের পর টিএসসির ‘ডাস চত্বরে’ সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় বলেন, "ছাত্র-জনতার অভ্যুত্থানের পর যারা ছাত্ররাজনীতি চাই না বলে বিভিন্ন সময় বিভিন্নভাবে মিছিল করেছিল, তারাই এখন ক্যাম্পাসে ক্যাম্পাসে নামে-বেনামে সংগঠনের দোকান খুলে বসে আছে।"
তিনি বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস একটি গুপ্ত সংগঠন একের পর এক 'মব' ক্রিয়েট করে যাচ্ছে। তারা মনে করছে তারা মেধাবীর সর্বোচ্চ আসন আরোহণ করে। কিন্তু প্রকৃত শিক্ষার্থীরা বুঝে গেছে মব সৃষ্টি করে কোনো ধরনের গুপ্তচরবৃত্তির চর্চা সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না।"
ছাত্ররাজনীতি বন্ধের দাবিকে কেন্দ্র করে কুয়েটে মঙ্গলবার বিকালে ছাত্রদল ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
এতে অন্তত ১৫ জন আহত ও পাঁচজনকে আটকের খবর পাওয়া যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাসে বিজিবি মোতায়েন করা হয়।
এ ঘটনার পর ঢাবি ক্যাম্পাসে মিছিল ও সমাবেশ করেন ছাত্রদলের নেতাকর্মীরা।
সেখানে গণেশ রায় বলেন, "বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা-মামলা ও গুম–খুনের শিকার হয়েছি, অন্য কোন দল এককভাবে হয়নি। কিন্তু তারপরও ৫ অগাস্টের পর আমরা কোনো ক্রেডিট নিইনি। ছাত্রদল কোনো দিন ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না।"
সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপন বলেন, "যে অধিকার আদায়ে ছাত্রদল এত ত্যাগ স্বীকার করল, সেই রাজনৈতিক অধিকার আদায়ে যখন নেতাকর্মীরা কুয়েটে শিক্ষার্থীদের মধ্যে ফরম বিতরণ করতে গেল, তখনই একটি কুচক্রী মহল ষড়যন্ত্র শুরু করল।
“এই নৃশংস হামলার সঙ্গে জড়িত প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে।"
ছাত্রদলের নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি বলেন, "আপনারা ক্যাম্পাসে হলে হলে সুশৃঙ্খলভাবে মেধা দিয়ে শান্তিপূর্ণভাবে পদক্ষেপ গ্রহণ করবেন।
“এরপর আবার যদি কেউ ছাত্রদলকে নিয়ে কোনো ষড়যন্ত্র করে তাহলে আমরা অত্যন্ত সুশৃঙ্খলভাবে, বুদ্ধি দিয়ে, মেধা দিয়ে সেই ষড়যন্ত্র প্রতিহত করব। আপনারা আর কোনো ফাঁদে পা দেবেন না।”