Published : 07 Nov 2023, 03:10 PM
ঢাকা কলেজের ছাত্রাবাসে এক সংবাদকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বুধবার রাতে কলেজের শহিদ মো. ফরহাদ ছাত্রাবাসে এ ঘটনা ঘটে বলে অনলাইন সংবাদ পোর্টাল ডেইলি বাংলাদেশের ঢাকা কলেজ প্রতিনিধি ফয়সাল আহমেদ জানান।
ফয়সাল ঢাকা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষ ও শহিদ ফরহাদ ছাত্রাবাসের আবাসিক শিক্ষার্থী।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, আগামী ৩০ সেপ্টেম্বরের ঢাকা কলেজ ছাত্রলীগের কর্মিসভা হবে। কর্মসূচি বাস্তবায়ন করতে বুধবার রাতে অতিথি কক্ষে সভা ডাকে ছাত্রাবাসের ছাত্রলীগকর্মীরা। সেখানে যেতে দেরি হওয়ায় ফয়সালকে মারধর করেন তারা।
ফয়সাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি রিডিং রুমে থাকায় গেস্টরুমে যেতে একটু দেরি হয়। গেস্টরুমে যেতে কেন দেরি হলে, সেজন্য যাওয়া মাত্রই আমাকে চড়-থাপ্পড় মারে ছাত্রলীগ কর্মী আল-আমিন এবং লাঠি দিয়ে আঘাত করে সজিব, সাগর এবং ইকরাম। এতে আমার ঠোঁট ফেটে যায়। কানেও ব্যথা পেয়েছি। সাংবাদিকতা করায় আমাকে অকথ্য ভাষায় গালিগালাজও করা হয়। এইভাবে শারীরিক ও মানসিক নির্যাতন চলে প্রায় ১ ঘণ্টা ধরে।"
‘নির্যাতনকারীরা’ সবাই স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী ও ঢাকা কলেজ ছাত্রলীগে হাসু ও সোহেলের অনুসারী বলে নিজেদের পরিচয় দেন।
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজ ছাত্রলীগ নেতা রউফুর রহমান সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখানে কেউ আমার অনুসারী নয়। ছাত্রাবাসে প্রত্যেকে ছাত্র হিসেবে থাকে। তারা সিনিয়র জুনিয়র দুই ব্যাচ একসাথে বসেছিল। একটা ছেলে সময়ের বিলম্ব করছে। তারপর কথা কাটাকাটির সময় একটা চড় দিছে। তবে ঘণ্টা ধরে কাউকে মারা হয় নাই। আমরা একসাথে ক্যাম্পাসে থাকি। হয়তো অনেক সময় একটা সিনিয়র কিংবা জুনিয়র বেয়াদবি করে তখন আমরা তাকে শাসন করি। নয়ত শৃঙ্খলার যে বিষয় সেটা থাকে না।"
ছাত্রলীগ নেতা খায়রুল হাসু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গতকাল রাতে যে ঘটনাটা ঘটেছে, তখন আমি হলে ছিলাম না। শুনেছি, ওই ছেলে সিনিয়রদের সাথে বেয়াদবি করেছে, তাই তাকে শাসন করা হয়েছে। কোনো মারধর করা হয়নি। তারপরও আমরা শিক্ষকদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করছি।”
এবিষয়ে জানতে চাইলে ঢাকা কলেজের শহিদ ফরহাদ হোসেন ছাত্রাবাসের তত্ত্বাবধায়ক নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিষয়টা অবগত। উভয় পক্ষকে ডেকে বিষয়টা মীমাংসা করা হবে।"
(প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ২৮ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেইসবুক লিংক)