অনুষ্ঠানে ‘শহীদ’ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ।
Published : 24 Nov 2024, 08:34 PM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির চার ‘শহীদ’সহ সকল ‘শহীদ’ ও আহতদের স্মরণে ‘আত্মত্যাগের চেতনায় আগামীর বাংলাদেশ’ শিরোনামে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে।
শনিবার সাউথইস্ট ইউনিভার্সিটির মাল্টিপারপাস হলে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইউসুফ মাহবুবুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অন্তবর্তীকালীন সরকারের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। বিশেষ অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের প্রসিকিউটর ব্যারিস্টার শাইখ মাহদী।
সাউথইস্ট ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, নির্বাহী কমিটির সদস্য রিফাত রশিদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য তুহিন খান, অ্যাক্টিভিস্ট সাইয়্যেদ আব্দুল্লাহ, সাউথইস্ট ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন এবং স্কুল অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স এর ডিন এবং আহ্বায়ক, অনুষ্ঠান উদযাপন কমিটি, অধ্যাপক ড. ফারহানা হেলাল মেহতাব অনুষ্ঠানে বক্তব্য দেন।
অনুষ্ঠানে ‘শহীদ’ পরিবারের সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ।