যোগদানের তারিখ থেকে চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।
Published : 07 Nov 2024, 06:25 PM
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক পেয়ার আহমেদ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যোগদানের তারিখ থেকে চার বছর তিনি দায়িত্ব পালন করবেন।
পেয়ার আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) গণিত বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। ১৯৯৩ সালে বিসিএস শিক্ষা ক্যাডারের মাধ্যমে শিক্ষকতা শুরু করেন।
২০১২ সালে তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক পদে যোগদান করেন। ২০১৮ সালে বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্ব পান।
তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অ্যাকাডেমিক কাউন্সিল সদস্য এবং বিশ্ববিদ্যালয়ের রুলস অ্যান্ড রেগুলেশন প্রণয়নের সদস্যের দায়িত্বও পালন করেন।
অধ্যাপক পেয়ার আহমেদ আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (ঢাকা ক্যাম্পাস), আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয়সহ দেশ-বিদেশের ১১টি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করেন। দেশি-বিদেশি জার্নালে তার ৪০টির বেশি গবেষণাপত্র রয়েছে।
জাপানের ইয়ামাগাতা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি ডিগ্রি নেন তিনি।