পুলিশ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ধারণা, ‘আত্মহত্যা’ করেছেন শাম্মী।
Published : 26 Jan 2025, 11:41 AM
পুরান ঢাকার কাঠের পুলের একটি মেস থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সাবরিনা রহমান শাম্মী নামের ওই তরুণী সমাজবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। তার গ্রামের বাড়ি যশোরের চৌগাছার নারায়ণপুরে।
রোববার ভোর সাড়ে ৪টার দিকে তনুগঞ্জ লেইনের একটি মেস থেকে তার মরদেহ উদ্ধার করার কথা জানান সূত্রাপুর থানার ওসি মো. সাইফুল ইসলাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আমরা খবর পেয়ে ওই মেসে গিয়ে ঝুলন্ত অবস্থায় শাম্মীর মরদেহ পাই। ময়না তদন্তের জন্য আমরা মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছি। আমরা প্রাথমিকভাবে ধারণা করেছি, প্রেমঘটিত বিষয়ে অভিমান থেকে সে আত্মহত্যা করতে পারে।”
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মো. তাজাম্মুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে আমরা জেনেছি, বুয়েটের একটি ছেলের সাথে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। পুলিশ আমাকে একটি চিরকুট পাওয়ার কথা জানিয়েছে। সেখানে সে কাউকে দোষারোপ করেনি।”
শাম্মীর পরিবারের কারো সঙ্গে এখনো কথা বলতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।