তার গবেষণা গত ১১ ডিসেম্বর নেচারে প্রকাশিত হয়, বলছে আইইউবি।
Published : 02 Jan 2025, 08:13 PM
ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের সেন্টার ফর অ্যাস্ট্রোনমি, স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্সের (কাসা) সহযোগী সদস্য লামীয়া মওলার একটি গবেষণা পত্র প্রকাশিত হয়েছে লন্ডনভিত্তিক বিজ্ঞান সাময়িকী নেচারে।
গত ১১ ডিসেম্বর তার গবেষণা প্রকাশিত হয় বলে আইইউবি কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৯ ডিসেম্বর আইইউবিতে ওই গবেষণা নিয়ে আলোচনা করছিলেন যুক্তরাষ্ট্রের ওয়েলেসলি কলেজের সহকারী অধ্যাপক মওলা।
“গবেষণাটিতে নাসার জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের (জেডব্লিউএসটি) তথ্য ও ছবি ব্যবহার করে ‘ফায়ারফ্লাই স্পার্কল’ নামে একটি নতুন গ্যালাক্সি আবিষ্কারের কথা বলা হয়েছে, যেটি বিগব্যাংয়ের ৬০ কোটি বছর পর গঠন প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছিল।”