বৃহস্পতিবার রাত ৮টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি থাকবে।
Published : 19 Feb 2025, 08:34 PM
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনার ঘিরে কর্মসূচি নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার বিকাল ৫টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে।
বুধবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাত ৮টার পর ক্যাম্পাসে প্রবেশে কড়াকড়ি থাকবে।
ক্যাম্পাসের বিভিন্ন আবাসিক এলাকায় বসবাসকারীদের রাত ৮টার মধ্যে আবাসস্থলে ফিরতে এবং বিশেষ জরুরি প্রয়োজনে নিরাপত্তা পাস ও পরিচয়পত্র ব্যবহারের অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে উপাচার্য ভবনসহ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উত্তোলন, বাদ আসর বিশ্ববিদ্যালয় মসজিদুল জামিয়া, সকল হলের মসজিদ এবং বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকার মসজিদসহ অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে ভাষা শহীদদের জন্য বিশেষ প্রার্থনা।
শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ২১ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৬টায় উপাচার্য ভবনের সামনে ‘স্মৃতি চিরন্তন’ চত্বর থেকে মৌন মিছিল ও প্রভাতফেরি বের করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান এতে নেতৃত্ব দেবেন।
মৌন মিছিল ও প্রভাতফেরি উদয়ন স্কুল হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে যাবে এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাড়াও উপউপাচার্য (প্রশাসন), উপউপাচার্য (শিক্ষা), কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, সিনেট ও সিন্ডিকেট সদস্য, সব অনুষদের ডিন, হল ও হোস্টোলের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেন, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান ও ইনন্সিটিউটের পরিচালক, অফিস প্রধান, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীর এতে অংশ নেবেন।
প্রভাতফেরিতে অংশগ্রহণের জন্য ২১ ফেব্রুয়ারি সকাল সোয়া ৬টায় স্মৃতি চিরন্তন চত্বরে সমবেত হওয়ার জন্য সবােইকে অনুরোধ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।