Published : 27 Feb 2025, 10:09 PM
সাউথইস্ট ইউনিভার্সিটির অষ্টম সমাবর্তনে ডিগ্রি পেয়েছেন ১ হাজার ৯২২ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বিশ্ববিদ্যালয়ের অষ্টম সমাবর্তন হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্নাতকে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সমাবর্তনে পাঁচ শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং ২৭ শিক্ষার্থীকে ভাইস চ্যান্সেলর স্বর্ণপদক দেওয়া হয়।
সমাবর্তন অনুষ্ঠানের সভাপতি পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন চ্যান্সেলর স্বর্ণপদক তুলে দেন। তিনি রাষ্ট্রপতির প্রতিনিধি হিসেবে সমাবর্তনে যোগ দিয়েছেন।
আর উপাচার্য অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলাম ২৭ শিক্ষার্থীর হাতে পদক তুলে দেন।
সমাবর্তন বক্তা ছিলেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক এস এম এ ফায়েজ।
এছাড়া উপ-উপাচার্য অধ্যাপক এম মোফাজ্জল হোসেন, বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান রেজাউল করিম সমাবর্তন অনুষ্ঠানে বক্তব্য দেন।