আওয়ামী লীগ সরকার পতনের পর হিযবুত তাহরীরের মত সংগঠনগুলোর তৎপরতা বেড়ে গেছে, বলেন গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা কাদের।
Published : 07 Mar 2025, 09:56 PM
রাজধানীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের মিছিলের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ-সমাবেশ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ।
শুক্রবার সন্ধ্যায় রাজু ভাস্কর্যের সামনে সমাবেশ থেকে হিযবুত তাহরীরের বিরুদ্ধে দেশ অস্থিতিশীল করার অভিযোগ তুলে বক্তব্য দেন সংগঠনটির নেতারা।
সমাবেশে সংগঠনটির ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের আহ্বায়ক আব্দুল কাদের বলেন, “শেখ হাসিনার ফ্যাসিবাদী আমলের পতনের পর থেকে হিযবুত তাহরীরের মত অনেকগুলো জঙ্গি সংগঠনের তৎপরতা বেড়ে গেছে। যারা হাসিনার মতবাদকে লালন করবে, তাদের পরিণত তার মত হবে।”
তিনি বলেন, “আমরা দেখেছি হিযবুত তাহরীর উগ্রবাদের চর্চা করে। ৫ অগাস্টের পর থেকে তাদের দৌরাত্ম্য আরও বেড়ে গেছে। তাদের ব্যাপারে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা কী?”
শুক্রবার বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজের পরপরই ব্যানার নিয়ে বিশাল মিছিল করে হিযবুত তাহরীর। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করেছে, টিয়ারশেল ছুঁড়েছে। কয়েকজনকে আটক করা হয়।
মিছিলে যোগ দেওয়া হিযবুত তাহরীর অনুসারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতা আব্দুল কাদের।
গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক হাসিব আল ইসলাম বলেন, “আপনারা দেখেছেন গত কয়েকদিন ধরে হিযবুত তাহরীরের মত জঙ্গি সংগঠন তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে। আজকে (শুক্রবার) বায়তুল মোকাররম মসজিদ থেকে তারা মিছিল করেছে, যা আমাদের জন্য উদ্বেগজনক।
“দীর্ঘ ছয়মাস পরও অন্তর্বর্তীকালীন সরকার জনগণের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আজকে আমরা দেখেছি পুলিশ প্রশাসন নামমাত্র তাদের বাঁধা প্রদান করেছে। আমরা বলতে চাই উগ্রবাদের কোনো ঠাঁই হবে না।”