হিযবুতের মিছিল হলোই
নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীরের কর্মসূচি ঘিরে দুদিন আগে থেকেই হুঁশিয়ারি দিয়ে গেলেও মিছিলটি ঠেকাতে পারেনি পুলিশ। বায়তুল মোকাররমে জুমার সালাম ফেরানোর সঙ্গে সঙ্গেই উত্তর গেট, সড়কের উপর নামাজে দাঁড়ানো হিযবুত সমর্থকরা স্লোগান দিয়ে দাঁড়িয়ে যান। মিছিলটি পল্টন হয়ে বিজয়নগরের দিকে যাওয়ার পর পুলিশের টিয়ারশেল-লাঠিচার্জে মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।