কোন কোন অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে বিবেচনাযোগ্য হবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে আইনে।
Published : 27 Oct 2023, 01:03 AM
সোনা, রুপা, গাড়ি, আসবাবপত্রের মত অস্থাবর সম্পত্তি বন্ধক রেখে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার সুযোগ রেখে নতুন আইন করার প্রস্তাব অনুমোদন করেছে জাতীয় সংসদ।
অর্থমন্ত্রীর পক্ষে আইনমন্ত্রী আনিসুল হক বৃহস্পতিবার ‘সুরক্ষিত লেনদেন (অস্থাবর সম্পত্তি) বিল ২০২৩’ পাসের জন্য জাতীয় সংসদে তোলেন। পরে বিলটি সংসদে কণ্ঠভোটে পাস হয়।
এতদিন যে নিয়ম ছিল, তাতে কেবল জমি বা বাড়ির মত স্থাবর সম্পত্তি বন্ধক রাখা যেত। নতুন আইন কার্যকর হলে অস্থাবর সম্পত্তি বন্ধক রেখেও ঋণ নেওয়া যাবে।
কোন কোন অস্থাবর সম্পত্তি জামানত হিসেবে বিবেচনাযোগ্য হবে, তাও নির্ধারণ করে দেওয়া হয়েছে পাস হওয়া বিলে।
· ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে গচ্ছিত স্থায়ী আমানতের সনদ
· স্বর্ণ, রৌপ্য ও অন্যান্য মূল্যবান ধাতু যার ওজন ও বিশুদ্ধতার মান স্বীকৃত কর্তৃপক্ষ দ্বারা সনদপ্রাপ্ত
· নিবন্ধিত কোম্পানির শেয়ার সার্টিফিকেট
· মেধাস্বত্ব অধিকার দ্বারা স্বীকৃত মেধাস্বত্ব পণ্য
· আসবাবপত্র, ইলেক্ট্রনিক্স পণ্য
· সফটওয়্যার বা অ্যাপস যার মূল্য প্রাক্কলন করা সম্ভব
· যথাযথ কর্তৃপক্ষ থেকে রেজিস্ট্রেশন প্রাপ্ত যান্ত্রিক বা অযান্ত্রিক যানবাহন
· যথাযথ প্রক্রিয়ায় সংরক্ষণ করা কৃষিজাত পণ্য
· প্রক্রিয়াজাত মৎস্য বা জলজপ্রাণী
· বন্যপ্রাণী, আয়বর্ধক জীবজন্তু
· বিধিদ্বারা নিয়ন্ত্রিত এক বছরের অধিক মেয়াদি কোনো ইজারা
· সড়ক পরিবহন আইন দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো মোটরযান
চলতি বছর ১৮ মে মন্ত্রিসভায় এ আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন সেদিন বলেছিলেন, অস্থাবর সম্পত্তির আইনগত ভিত্তি দেওয়ার জন্য এই আইনটি করা হচ্ছে। তবে অস্থাবর সম্পত্তিগুলো রেজিস্ট্রেশন করে নিতে হবে।
ক্ষুদ্র ব্যবসায়ী, আইসিটি ব্যবসায়ী, যাদের অ্যাপ আছে, মেধাস্বত্ব আছে সেগুলোকে রেজিস্ট্রেশন অফিসে গিয়ে বাজার দরে মূল্যায়ন করে ঋণ নেওয়া যাবে।