সেরা রাঁধুনীর খেতাব পাওয়া আইরিশ আতিয়ার পুরস্কার হিসেবে পেয়েছেন সম্মাননা স্মারক এবং ১৫ লাখ টাকা।
Published : 20 Mar 2023, 02:04 PM
চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর সেরা রাঁধুনি ১৪২৯ প্রতিযোগিতায় সেরা রাঁধুনির খেতাব জিতে নিয়েছেন ঢাকার আইরিশ আতিয়ার।
প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছেন ঢাকার সাদিয়া কামাল উর্মি, আর রাজশাহীর ফেরদৌস আরা টুইন হয়েছেন দ্বিতীয় রানারআপ।
প্রতিযোগিতার আয়োজক স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেরা রাঁধুনীর খেতাব পাওয়া আইরিশ আতিয়ার পুরস্কার হিসেবে পেয়েছেন সম্মাননা স্মারক এবং ১৫ লাখ টাকা। আর প্রথম ও দ্বিতীয় রানারআপ হিসেবে সাদিয়া কামাল ও ফেরদৌস আরা পেয়েছেন যথাক্রমে ১০ লাখ টাকা ও পাঁচ লাখ টাকা।
সেরা রাঁধুনি প্রতিযোগিতার এটি ছিল সপ্তম আসর। ‘রান্নার জগতে হয়ে উঠুন উজ্জ্বল তারকা’- এই স্লোগান নিয়ে এবারের আসর শুরু হয় গত বছরের ২০ সেপ্টেম্বর।
বিভাগীয় রাউন্ডের অডিশনের মাধ্যমে সারাদেশ থেকে ৪০ জন নির্বাচন করার পর শুরু হয় গ্র্যান্ড অডিশন। সেখান থেকে সেরা ২০ জনকে নিয়ে শুরু হয় মহামঞ্চ বা স্টুডিও রাউন্ড।
সম্প্রতি রাজধানীর একটি হোটেলে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের এমডি অঞ্জন চৌধুরী। আর ‘সেরা বিশে’ থাকা প্রতিযোগীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন কোম্পানির চিফ অপারেটিং অফিসার পারভেজ সাইফুল ইসলাম, মাছরাঙা টেলিভিশনের এক্সিকিউটিভ ডিরেক্টর ও মিডিয়াকম লিমিটেডের চিফ এক্সিকিউটিভ অফিসার অজয় কুমার কুণ্ডু, জাদুশিল্পী জুয়েল আইচ এবং অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
এবারের আসরের বিভিন্ন পর্বে প্রতিযোগীদের দেশি স্বাদ, পিঠা পার্বণ, স্বাদের বিশ্বভ্রমণ, উৎসবের স্বাদ, মায়ের রান্নার স্বাদ, সল্ট বেক চ্যালেঞ্জসহ বেশ কিছু রান্নার পরীক্ষায় অবতীর্ণ হতে হয়।
প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন, শেফ শুভব্রত মৈত্র, রন্ধন বিশেষজ্ঞ রাহিমা সুলতানা রীতা, অভিনয়শিল্পী দিলারা হানিফ পূর্ণিমা।