ব্যাংকান্স্যুরেন্স চালু স্ট্যান্ডার্ড চাটার্ডের

বীমা সেবা দিতে গ্রাহকদের জন্য ওয়ান স্টপ সমাধান কেন্দ্র চালু করেছে ব্যাংকটি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2024, 05:12 PM
Updated : 3 March 2024, 05:12 PM

গ্রাহকদের বীমা সেবা দিতে ব্যাংকান্স্যুরেন্স চালু করেছে বহুজাতিক ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।

আরেক বহুজাতিক বীমা কোম্পানি মেটলাইফ বাংলাদেশের বীমা সেবা বিক্রি করবে ব্যাংকটি। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড।

করপোরেট এজেন্ট হওয়ার সুযোগ খোলায় ব্যাংকগুলো বীমা কোম্পানির পলিসি বিক্রি করতে পারবে। এটিকে ব্যাংকান্স্যুরেন্স বলছে বাংলাদেশ ব্যাংক।

স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এর কান্ট্রি হেড অব করপোরেট অ্যাফেয়ার্স বিটপী দাশ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘‘রোববার থেকেই ব্যাংকান্স্যুরেন্স সেবাটি চালু করা হয়। এখন থেকে যেকেউ আমাদের কাছ থেকে সেবাটি নিতে পারবেন।’’

ব্যাংকটি বলেছে, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের গ্রাহকরা এর বিস্তৃত শাখা ও ডিজিটাল চ্যানেলগুলোর মাধ্যমে বীমা পণ্য ও পরিষেবা সুবিধা নিতে পারবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বীমা সেবা দিতে গ্রাহকদের জন্য ওয়ান স্টপ সমাধান কেন্দ্রও চালু করেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড। ব্যাংকের গ্রাহকেরা পছন্দ অনুযায়ী বীমা পরিকল্পনা উপভোগ করতে পারবেন। বঅমা দাবি প্রক্রিয়া সহজ ও তরান্বিত করা, ব্যাংকের ডিজিটাল চ্যানেলের মাধ্যমে প্রয়োজনীয় ফি দেওয়ার সুযোগ ও এককভাবে রিলেশনশিপ ম্যানেজারদের সেবা পাবেন এ কেন্দ্র থেকে।

এ বিষয়ে স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, ‘‘বাংলাদেশে প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকে আমি ব্যাংকান্স্যুরেন্স এর পক্ষে কাজ করছি। মোট দেশজ উৎপাদনে (জিডিপি) বীমা খাতের অবদান হচ্ছে শূন্য দশমিক ৪১ শতাংশ, যা কি না বীমা খাতের অপার সম্ভাবনাকে নির্দেশ করে।’’

তিনি বলেন, ‘‘ব্যাংকান্স্যুরেন্সের মাধ্যমে আমাদের প্রশিক্ষিত ও সার্টিফাইড সহকর্মীরা আমাদের বিশস্ত ক্লায়েন্ট ও গ্রাহকদের জন্য ওয়ান-স্টপ আর্থিক সেবা দেবে। ঝুঁকি ব্যবস্থাপনা, আর্থিক সুরক্ষা এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাসহ ব্যাঙ্কাসুরেন্স বিভিন্ন পরিপ্রেক্ষিতে একটি গুরুত্বপূর্ণ সেতু হিসেবে কাজ করবে।’’

মেটলাইফ বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা আলা আহমদ বলেন, “স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সাথে আমাদের ব্যাংকান্স্যুরেন্স কার্যক্রম বাংলাদেশে গ্রাহকের ক্রমবর্ধমান চাহিদা দায়িত্বের সাথে পূরণ ও বীমার ব্যাপারে আস্থা দৃঢ় করার জন্য আমাদের দীর্ঘমেয়াদী প্রয়াসের প্রতিফলন। আমি বিশ্বাস করি যে ব্যাংকাস্যুরেন্স আর্থিক নিরাপত্তার একটি কার্যকর পদ্ধতি হিসাবে আবির্ভূত হবে।’’