১৮ সেপ্টেম্বর ২০২৪, ৩ আশ্বিন ১৪৩১

যৌক্তিক মূল্য: ‘আধাখেঁচড়া’ উদ্যোগে প্রভাব নেই বাজারে
কৃষিপণ্য বিপণন অধিদপ্তর যে যৌক্তিক মূল্যের তালিকা করেছে, সেটি এভাবে বাজারে টানিয়ে দেওয়ার কথা। তাতে ক্রেতার পক্ষে দর কষাকষির ভিত্তি তৈরি হত। কিন্তু সেটি করা হয় না। এই তালিকা টিসিবির করা, যেটি আসলে চলমান বাজারদর। ছবিটি রাজধানীর কারওয়ানবাজার থেকে তোলা।