গ্রুপটির সামাজিক কল্যাণ ট্রাস্ট ‘আলহাজ্ব আনোয়ার হোসেন ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই অনুদান দেওয়া হয়েছে।
Published : 21 Nov 2023, 07:42 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদকে ২০ লাখ টাকা অনুদানের চেক দিয়েছে দেশের অন্যতম শীর্ষ শিল্পগ্রুপ আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ।
গ্রুপটির সামাজিক কল্যাণ ট্রাস্ট ‘আলহাজ্ব আনোয়ার হোসেন ফাউন্ডেশন’ এর পক্ষ থেকে সুবিধাবঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের জন্য এই অনুদান দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ে এই অনুদানের চেক হস্তান্তর হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অনুষ্ঠানে আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রির চেয়ারম্যান মানোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান হোসেন মেহমুদ, ব্যবস্থাপনা পরিচালক হোসেন খালেদ এবং নির্বাহী পরিচালক হোসেন আখতারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
অপর দিকে অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এএসএম মাকসুদ কামাল, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন ও প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের চেয়ারম্যানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
আনোয়ার গ্রুপ জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের শিক্ষার অবকাঠামো শক্তিশালী করা এবং শিক্ষার্থীদের শেখার অভিজ্ঞতা বাড়ানোর জন্য এই অনুদান দেওয়া হয়েছে।