রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম ব্যাচে ছিলেন শান্ত।
Published : 07 Mar 2024, 05:26 PM
কোমল পানীয় ব্র্যান্ড ক্লেমনের সঙ্গে চুক্তিবদ্ধ হলেন জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
বৃহস্পতিবার ক্লেমন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ চুক্তির মাধ্যমে ক্লেমনের সব ধরনের ব্র্যান্ড কমিউনিকেশন এবং অ্যাক্টিভিটির সঙ্গে যুক্ত থাকবেন শান্ত।
শান্ত বলেন, “ক্লেমন ক্রিকেট একাডেমির হাত ধরে আমার ক্রিকেটের যাত্রা শুরু হয়েছে। আজকে ক্লেমনের সাথে নতুন সম্পর্কে জড়িয়ে আমি খুবই আনন্দিত। ভবিষ্যতে ক্লেমনের সাথে ভালো কিছু কাজ হবে বলে আশা করছি।”
আকিজ ফুড অ্যান্ড বেভারেজের সিএমও মাইদুল ইসলাম বলেন, “ক্লেমন সবসময় খেলাধুলা ও সুস্থ বিনোদনকে পৃষ্ঠপোষকতা করে আসছে। ভবিষ্যতে আমরা ক্রীড়ার সাথে সম্পৃক্ত এই ধরনের আয়োজনের মাধ্যমে তরুণ ও যুবকদের সুস্থ বিনোদন নিশ্চিত করতে চেষ্টা করব।
“তারই ধারাবাহিকতায় নাজমুল হোসেন শান্ত ক্লেমনের সাথে সম্পৃক্ত হওয়ায় ভবিষ্যতে দারুণ কিছু ক্যাম্পেইন করার সুযোগ সৃষ্টি হবে।”
ক্লেমন জানিয়েছে, তাদের পৃষ্ঠপোষকতায় দেশে মোট সাতটি ক্রিকেট একাডেমি পরিচালিত হচ্ছে। ঢাকা, চাঁদপুর, নারায়ণগঞ্জ, যশোর, দিনাজপুর, রাজশাহী ও সাতক্ষীরা একাডেমি থেকে প্রতিবছর নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটার তৈরি হচ্ছে। রাজশাহী ক্লেমন ক্রিকেট একাডেমির প্রথম ব্যাচেই ছিলেন নাজমুল হোসেন শান্ত।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ক্লেমনের ব্র্যান্ড ম্যানেজার আব্দুল আজিজ, সিনিয়র ব্র্যান্ড এক্সিকিউটিভ ইমরান কায়সার উপস্থিত ছিলেন।