এজন্য ১২ জনের একটি তালিকাও করেছে বাংলাদেশ ব্যাংক; যা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদনও দিয়েছে।
Published : 28 Dec 2022, 08:53 PM
ঋণ অনিয়মের সঙ্গে জড়িতদের বাদ দিয়ে বর্তমান পরিচালনা পর্ষদ ভেঙে উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের পর্ষদ পুনর্গঠনের পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বুধবার এ বিষয়ে নির্দেশনা দিয়ে ব্যাংক বর্হিভূত আর্থিক কোম্পানিটিকে চিঠি দেওয়া হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক।
তালিকাভুক্ত কোম্পানিটির পর্ষদ পুনর্গঠনে ১২ জনের একটি তালিকাও করেছে কেন্দ্রীয় ব্যাংক; যা পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি অনুমোদনও দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র বলেন, " বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন ও নিয়োগ করা বিশেষ নিরীক্ষকের প্রতিবেদনের ভিত্তিতে উত্তরা ফাইন্যান্স পুনর্গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।"
বিষয়টি দেখভালের সঙ্গে সংশ্লিষ্ট কেন্দ্রীয় ব্যাংকের এক কর্মকর্তা জানান, নতুন পর্ষদে পুরনোদের মধ্যে তিনজনকে রাখা হবে। বাকি সবাই নতুন নিয়োগ পাবেন। তবে তিনি তাদের নাম প্রকাশ করেননি।
এর আগে এ বছর ২৩ জুন বার্ষিক আর্থিক প্রতিবেদন ও ক্রেডিট ইনফরমেশন ব্যুরোতে (সিআইবি) দেওয়া তথ্যে ‘গরমিল’ থাকার প্রমাণ পাওয়ায় উত্তরা ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শামসুল আরেফিনকে অপসারণ করেছিল বাংলাদেশ ব্যাংক।
আর্থিক প্রতিবেদনে ‘গরমিল’: উত্তরা ফাইন্যান্সের এমডিকে অপসারণ
আর্থিক খাতের এ কোম্পানিতে কোনো রকম নীতিমালা ও নিয়মনীতি না মেনে ঋণ দেওয়ায় অনিয়মের অভিযোগও বাংলাদেশ ব্যাংক ২০১৯ সালে বিশেষ পারিদর্শন চালায়। আর্থিক প্রতিবেদন তৈরিতে বিশেষ নিরীক্ষকও নিয়োগ দেওয়া হয়।
পরিদর্শনে দেখা যায়, অনেক ঋণের নথিপত্র পর্যন্ত নেই। প্রতিষ্ঠানটির পরিচালকদের ঋণ দেওয়া হয়েছে কোনো প্রকার কাগজপত্র ছাড়াই। মৌখিক নির্দেশনায় পরিচালকদের ব্যাংক হিসাবে গিয়েছে বড় অঙ্কের অর্থ বলে সংবাদ মাধ্যমে খবর বের হয়।
তখন ২০১৯ সালের আর্থিক প্রতিবেদন সংশোধনের নির্দেশনাও দেয় বাংলাদেশ ব্যাংক। এখন কোম্পানিটির পর্ষদ ঢেলে সাজানোর পদক্ষেপ নিল কেন্দ্রীয় ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের চিঠির বিষয়ে জানতে চাইলে উত্তরা ফাইন্যান্সের কোম্পানি সচিব মোহাম্মদ মহিবুর রহমান জানান, বুধবার সন্ধ্যা পর্যন্ত তারা চিঠি পাননি।
কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের আশা, নতুন পর্ষদ আর্থিক প্রতিষ্ঠানটিতে সুশাসন ফিরিয়ে আনবে। ঋণের সার্বিক পরিস্থিতি নিয়ে পরিকল্পনা সাজিয়ে এটিকে নতুন করে সাজাতে কাজ করবেন।
উত্তরা ফাইন্যান্সে অটোমোবাইল কোম্পানি উত্তরা গ্রুপের উদ্যোক্তাদের মালিকানা বেশি। বর্তমানে আট সদস্যের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান রাশেদুল হাসান ও ভাইস চেয়ারম্যান মতিউর রহমান। শেয়ারের বিপরীতে পরিচালক হিসেবে রয়েছেন জাকিয়া রহমান, তাহমিনা রহমান, নাঈমুর রহমান ও কাজী ইমদাদ হাসান। স্বতন্ত্র পরিচালক হচ্ছেন এএস জহির মুহাম্মদ ও মায়া রানী রায়।