ঈদ উপলক্ষে প্রথমবারের মত পাঠওয়ের এমন আয়োজন।
Published : 03 Apr 2024, 07:35 PM
গ্রাহকদের অর্ডার ডেলিভারি ক্ষেত্রে সর্বোচ্চ স্কোর করা কর্মীদের সম্মান জানাতে তাদের ঈদ উপহার দিয়েছে রাইড শেয়ার ও পণ্য পরিবহন সেবার কোম্পানি পাঠাও।
বৃস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি রাজধানীতে কোম্পানির হেড অফিসে সেরা ১৭০ জন জন ‘পাঠাও হিরোর’ হাতে ঈদের বাজার হিসেব হিসেবে পোলাওয়ের চাল, ডাল, সয়াবিন তেল, সরিষার তেল, আটা, ময়দা, লবণ, চিনি, ফিরনি মিক্স ও বিফ মসলা তুলে দেওয়া হয়।
পাঠাওয়ের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফাহিম আহমেদ বলেন, এবারই প্রথম এ আয়োজন করা হল, আগামীতে আরো বড় পরিসরে আয়োজনটি করার ইচ্ছে তাদের আছে।
সেরা পাঠাও কর্মীদের হাতে ঈদ বাজার তুলে দেন পাঠাওয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অব ফাইন্যান্স খন্দকার আসিফ, ভাইস প্রেসিডেন্ট অব মার্কেটিং আবরার হাসনাইন, হেড অব বাইক ও পার্সেল রাজী উদ্দিন আহমেদ এবং হেড অব ফুড সৈয়দ আশেকিন রাহাত।