উড়োজাহাজ ও যন্ত্রাংশ কেনাকাটায় কর প্রত্যাহার দাবি

“পরিচালন ব্যয় অত্যাধিক হওয়ায় এই খাত অস্তিত্বের হুমকিতে থাকায় সব ধরনের শুল্ক প্রত্যাহার প্রয়োজন।”

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Feb 2024, 01:19 PM
Updated : 27 Feb 2024, 01:19 PM

হেলিকপ্টার, উড়োজাহাজ ও এসব যানের ইঞ্জিন, যন্ত্রাংশের উপর আরোপিত কর প্রত্যাহারের দাবি তুলেছে এভিয়েশন অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এওএবি)।

মঙ্গলবার দুপুরে জাতীয় রাজস্ব বোর্ডের সঙ্গে ২০২৪-২৫ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় সংগঠনটি এসব দাবি জানিয়েছে। পাশাপাশি এসব দাবি সংবলিত চিঠি এনবিআরকে দেওয়া হয়েছে।

এতে আমদানি কর, মূল্য সংযোজন কর (মূসক), আগাম কর ও অগ্রিম আয়কর প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।

এওএবি মহাসচিব মফিজুর রহমান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, “হেলিকপ্টার-উড়োজাহাজ ও এর যন্ত্রাংশ কেনা অত্যন্ত ব্যয়বহুল এবং বিপুল বৈদেশিক মুদ্রার মাধ্যমে ক্রয় করতে হয়। ব্যয়বহুল যন্ত্রাংশের উপর আগাম কর ৫ শতাংশ, এর সাথে নির্দিষ্ট যন্ত্রাংশের উপর আরোপিত কর মিলিয়ে সার্বিক করহার ১০০ শতাংশ ছাড়িয়ে যায়।”

নভোএয়ারের এমডি মফিজুর বলেন, “দেশের ভঙ্গুর এভিয়েশনখাত টিকে থাকার জন্য এসব কর সহনীয় নয়। এই খাতের পরিচালন ব্যয় অত্যাধিক হওয়ায় এই খাত অস্তিত্বের হুমকিতে থাকায় সব ধরনের শুল্ক প্রত্যাহার প্রয়োজন।”