গণিত অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান ও বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।
Published : 13 Mar 2024, 04:48 PM
রাজধানীর জিপিএইচ ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী হয়েছে।
সম্প্রতি স্কুল সংলগ্ন মাঠে এ ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
জিপিএইচ ইস্পাত লিমিটেডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গণিত অলিম্পিয়াডে দ্বিতীয় স্থান ও বিভিন্ন শ্রেণীর বার্ষিক পরীক্ষায় শীর্ষস্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে বিশেষ পুরস্কার ও সম্মাননা তুলে দেওয়া হয় অনুষ্ঠানে।
এছাড়া শিশুদের নিয়ে বিভিন্ন ইভেন্টে ব্যতিক্রমী প্রতিযোগিতার আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ।
নানা সাজে সজ্জিত হয়ে শিক্ষার্থীরা নিজেদের উপস্থাপন করে 'যেমন খুশি তেমন সাজো' ইভেন্টে। অনুষ্ঠান শেষে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যেও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চ্যানেল আই এর বার্তা বিভাগের পরিচালক শাইখ সিরাজ। তিনি স্কুলের ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন।