“আমাদের নতুন লোগো অবিরত সেবা এবং অবিচল সাহচর্যের একটি ছবি তুলে ধরে,” বলেন ফাহিম।
Published : 25 Oct 2023, 09:31 PM
সময়ের সঙ্গে তাল মেলাতে নতুন লোগো ও স্লোগান নিয়ে হাজির হয়েছে রাইড শেয়ারিং সার্ভিস পাঠাও।
বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঠাও’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন, “পাঠাও এখন হয়ে উঠেছে ব্র্যান্ড বা নানাবিধ সেবার থেকেও বেশি কিছু। পাঠাও’র এই যাত্রায় আমরা নিজেদের এমনই এক টিমে রূপান্তরিত করেছি- যা আপনার প্রতিদিনের বাধাগুলো সরাতে এবং আপনাকে সেবা দিতে দৃঢ় প্রতিজ্ঞ।
“এই কারণেই আমরা আমাদের ব্র্যান্ড আইডেনটিটি বদলানোর প্রয়োজনীয়তা অনুভব করেছি, যা আমাদের এই রূপান্তর এবং লক্ষ্যকে প্রতিফলিত করবে। আমাদের নতুন লোগো অবিরত সেবা এবং অবিচল সাহচর্যের একটি ছবি তুলে ধরে।”
পাঠাও এর সেবার মধ্যে রয়েছে বাইক ও কার রাইড-শেয়ারিং, ফুড ও দরকারি পণ্য ডেলিভারি, পার্সেল ও কুরিয়ার সার্ভিস এবং নিরাপদ পেমেন্ট সেবা ও প্রয়োজনীয় আর্থিক যোগান।