“ব্যবসা সহজ ও ত্বরান্বিত করতে আমাদের কমিউনিটির প্রতি আমাদের নিরলস প্রচেষ্টার জন্য স্বীকৃত হতে পেরে আনন্দিত,” বলেন ব্যাংকটির সিইও নাসের এজাজ বিজয়
Published : 20 Oct 2022, 10:34 PM
চলতি বছরের গ্লোবাল ব্র্যান্ড অ্যাওয়ার্ডে ‘সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক’ ও ‘সেরা সিএসআর ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেল স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ।
সম্প্রতি এ স্বীকৃতি মিলেছে বলে বহুজাতিক ব্যাংকটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
এতে বলা হয়, সাসটেইনেবল ও ফিউচার-ফিট বাণিজ্যিক অনুশীলন নিশ্চিতে অগ্রণী ভূমিকা পালন, অন্তর্ভুক্তিমূলক বাণিজ্য প্রচার, সেরা ডিজিটাল সল্যুশন প্রদান, যুগোপযোগী স্থানীয় ও আন্তর্জাতিক বাণিজ্যিক সুযোগগুলোর সর্বাধিক ব্যবহারে ক্লায়েন্টদের সহায়তা প্রদানের মতো বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ‘সেরা ট্রেড ফাইন্যান্স ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পেয়েছে।
অন্যদিকে ধারাবাহিকভাবে দেশের ক্রমবর্ধমান সামাজিক, উন্নয়নমূলক, পরিবেশগত ও অর্থনৈতিক চাহিদাকে অগ্রাধিকার প্রদান ও নিশ্চিত করায় ‘সেরা সিএসআর ব্যাংক’ হিসেবেও স্বীকৃতি মিলেছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “বাণিজ্য যত সাসটেইনেবল ও ইনক্লুসিভ হবে, আমাদের কমিউনিটির সুবিধা ও বিকাশ তত শক্তিশালী হওয়ার পাশাপাশি আমরা জাতি হিসাবে বিশ্ব দরবারে সমৃদ্ধ হয়ে উঠবে।
“ব্যবসা সহজ ও ত্বরান্বিত করতে আমাদের কমিউনিটির প্রতি আমাদের নিরলস প্রচেষ্টার জন্য স্বীকৃত হতে পেরে আনন্দিত।”