পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী আঞ্জুমান আরা শহীদ সাউথইস্টের পর্ষদে এসেছিলেন ২০২২ সালে।
Published : 30 Sep 2024, 08:42 PM
সাউথইস্ট ব্যাংকের পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন আঞ্জুমান আরা শহীদ, যিনি পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাতের স্ত্রী।
ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (আঞ্জুমান আরা শহীদ) পদত্যাগ করেছেন। আমরা তার পদত্যাগপত্র জমা নিয়েছি।”
দীর্ঘ ২০ বছর পর রোববার সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পদে পরিবর্তন আসে। ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও উদ্যোক্তা পরিচালক এম এ কাশেম পুরনো পদে ফিরে আসেন।
রোজ কর্নার প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান এম এ কাশেম এক সময় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতির সভাপতি ছিলেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের এই প্রতিষ্ঠাতা সদস্য চারবার ওই ট্রাস্টের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রোববার পরিচালনা পর্ষদের সভায় এম এ কাশেমকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান নির্বাচিত করা হয়। ২০২২ সালে তাকে পরিচালনা পর্ষদ থেকে বাদ দেওয়া হয়েছিল। ওই সময়ই পরিচালনা পর্ষদে আসেন আঞ্জুমান আরা শহীদ।