আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এ মেলা অনুষ্ঠিত হবে।
Published : 06 Feb 2024, 04:56 PM
সব রুটের টিকেট মূল্যে ১৫ শতাংশ ছাড়ের ঘোষণা দিয়েছে বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ার। পাশাপাশি কক্সবাজার ও কলকাতা ভ্রমণে আকর্ষণীয় প্যাকেজ ঘোষণা করেছে কোম্পানিটি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আগামী ৮ থেকে ১০ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় পর্যটন মেলায় এ সুবিধা মিলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নভোএয়ার জানিয়েছে, এয়ারলাইন্সটি প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার, চট্টগ্রাম, যশোর, সৈয়দপুর, সিলেট, রাজশাহী এবং কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে। মেলা উপলক্ষে সব রুটেই টিকেটে ছাড় দেওয়া হবে।
কক্সবাজার ও কলকাতা ভ্রমণ প্যাকেজে থাকছে ২ রাত ৩ দিন হোটেলে থাকার সুবিধা, আসা-যাওয়ার টিকেটসহ অন্যান্য সুবিধা।
ভ্রমণ পিপাসুরা ব্যাংক কার্ড ব্যবহার করে বিনা সুদে ৬ মাসের সহজ কিস্তিতে এসব প্যাকেজে ভ্রমণ করতে পারবেন।
অফারের আওতায় থাকা কক্সবাজারের হোটেলগুলোর মধ্যে থাকছে- সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা, ওশান প্যারাডাইজ হোটেল অ্যান্ড স্পা, লং বিচ হোটেল, হোটেল দ্যা কক্স টুডে, ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা, হোটেল রামাদা, সীগাল হোটেল, নিসর্গ হোটেল অ্যান্ড রিসোর্ট, বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজ, প্রাসাদ প্যারাডাইজ হোটেল অ্যান্ড রিসোর্ট, উইন্ডি ট্যারেস হোটেল, হোটেল সী প্যালেস, গ্রেস কক্স স্মার্ট হোটেল, হোটেল কল্লোল ও আলেগ্রো সুইটস।
আর কলকাতায় থাকছে হোটেল হিন্দুস্তান ইন্টারন্যাশনাল, দি পিয়ারলেস ইন ও হোটেল ক্যাম্পটন।