আহত ৪৩ জনের চিকিৎসায় এ অর্থ দিয়েছে এনআরবিসি ব্যাংক।
Published : 03 Sep 2024, 12:05 AM
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসায় ৫০ লাখ টাকা সহায়তা দিয়েছে এনআরবিসি ব্যাংক।
সোমবার ঢাকার মতিঝিলের ব্যাংকটির প্রধান কার্যালয়ে আহত ৪৩ জনের জন্য ওই অর্থ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান পারভেজ তমাল বলেন, “আহতদের চিকিৎসা ও অনুদানের পাশাপাশি ভবিষ্যতে কর্মসংস্থানের ব্যবস্থা করবে এনআরবিসি ব্যাংক। আহত শিক্ষার্থীদের বৃত্তির ব্যবস্থা করবে। শহীদ পরিবারে কর্মক্ষম সদস্যদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করা হবে।”
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, “আহতদের চিকিৎসা ও পুনর্বাসন এই মুহূর্তে সবচেয়ে জরুরি। শহীদ ও আহতদের পাশে দাঁড়িয়ে এনআরবিসি ব্যাংক উদাহরণ সৃষ্টি করেছে। সম্প্রীতির বাংলাদেশে যার যার অবস্থান থেকে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”
অনুষ্ঠানে অন্যদের মধ্যে এনআরবিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম মিয়া আরজু, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক একেএম মোস্তাফিজুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাদিক কায়েম উপস্থিত ছিলেন।