একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা করে একাধিক শস্য ও ফসলের ঋণ নিলেও ব্যাংকগুলোর পক্ষে তা জানা সম্ভব হচ্ছে না।
Published : 23 Mar 2025, 10:46 PM
কৃষি ও পল্লী ঋণের আওতাভুক্ত সব খাতের যেকোনো পরিমাণের নতুন ঋণ নিতে বা ঋণ নবায়নে ক্রেডিট ইনফোরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন যাচাই করতে হবে।
এতদিন এ খাতের শস্য ঋণের আড়াই লাখ টাকা পর্যন্ত নতুন ঋণ অনুমোদন বা বিদ্যমান ঋণ নবায়নে সিআইবি প্রতিবেদন সংগ্রহের প্রয়োজন হত না।
রোববার বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট ইনফোরমেশন ব্যুরো (সিআইবি) ব্যাংকগুলোকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছে।
এতে বলা হয়েছে, সিআইবিতে প্রতিবেদন যাচাই ছাড়া ঋণ দেওয়া হলে একজন গ্রাহক বিভিন্ন ব্যাংক থেকে সর্বোচ্চ আড়াই লাখ টাকা করে একাধিক শস্য ও ফসলের ঋণ নিলেও ব্যাংকগুলোর পক্ষে তা জানা সম্ভব হচ্ছে না। এতে খেলাপি ঋণ বেড়ে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হচ্ছে।
এছাড়া বর্তমানে সিআইবিতে প্রতিবেদন সংগ্রহ করা আগের তুলনায় অনেক সহজ করা হয়েছে। ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের সিআইবিতে সার্ভার ব্যবহার করে দ্রুত ঋণ আবেদনকারীর সিআইবিতে প্রতিবেদন সংগ্রহ করতে পারছে।
এ কারণে খেলাপিরা যাতে ঋণ না পায় সে বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে নিশ্চিত হতে এ সার্কুলারের মাধ্যমে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।