ক্যাম্পেইনের প্রথম পুরস্কার মালদ্বীপ কাপল ট্যুর জিতেছেন কুষ্টিয়ার আব্দুস সোবহান।
Published : 12 Jun 2024, 05:41 PM
আরএফএলের ইলেকট্রনিক্স চেইন শপ ভিশন এম্পোরিয়ামের ফ্লাগশিপ ক্যাম্পেইন ‘ড্রিম ভ্যাকেশান’ এর বিজয়ীদেরতে তাদের পুরস্কার বুঝিয়ে দেওয়া হয়েছে।
ভিশন এম্পোরিয়ামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্যাম্পেইনের প্রথম পুরস্কার মালদ্বীপ কাপল ট্যুর জিতেছেন কুষ্টিয়ার আব্দুস সোবহান।
এছাড়া কক্সবাজার কাপল ট্যুর ও গিফট ভাউচার জিতেছেন ১০ জন।
সম্প্রতি রাজধানীর বাড্ডায় আরএফএল গ্রুপের প্রধান কার্যালয়ে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
অনুষ্ঠানে আরএফএল রিটেইল চেইনের প্রধান বিপণন কর্মকর্তা শফিক শাহিন ও ভিশন এম্পোরিয়ামের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ড্রিম ভ্যাকেশান ক্যাম্পেইনটি ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে এপ্রিল পর্যন্ত চালু ছিল।
ভিশন এম্পোরিয়াম থেকে ন্যুনতম ৫ হাজার টাকার পণ্য কিনে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করার সুযোগ ছিল ক্রেতাদের।