“প্রথম কথা হল বিমানে কোনো অসুবিধা নাই। বিমানের টিকেট এখন অনলাইনে পাওয়া যায়,” বলেন তিনি।
Published : 06 Feb 2025, 02:40 PM
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে দুইভাগ করার যে সুপারিশ অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণে গঠিত সরকারের টাস্কফোর্স কমিটি করেছে, তার কোনো যৌক্তিকতা দেখছেন না বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুয়ীদ চৌধুরী।
বৃহস্পতিবার রাজধানীর কুর্মিটোলায় বিমানের হ্যাঙ্গার কমপ্লেক্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ বিষয়ে কথা বলেন।
বাংলাদেশ বিমানকে ‘অথর্ব’ প্রতিষ্ঠান আখ্যা দিয়ে সরকারি এ প্রতিষ্ঠানকে বাণিজ্যিকভাবে লাভবান করতে বিদেশি ব্যক্তি বা সংস্থার মাধ্যমে পরিচালনার প্রস্তাব আমলে নেওয়ার কথা দুদিন আগে জানিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।
গত সোমবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে অর্থনৈতিক কৌশল পুনঃনির্ধারণে গঠিত সরকারের টাস্কফোর্স কমিটির সংবাদ সম্মেলন হয়; সেখানে কমিটির তরফে বাংলাদেশ বিমানকে দুই ভাগ করে একভাগ বিদেশি কোম্পানির মাধ্যমে পরিচালনার সুপারিশ আসে।
বিমানকে দুই ভাগ করার যে প্রস্তাব এসেছে সেটি যৌক্তিক কিনা এই প্রশ্নের জবাবে মুয়ীদ চৌধুরী বলেন, “আমি তো মনে করি যে এটার যৌক্তিকতা নেই। প্রথম কথা হল বিমানে কোনো অসুবিধা নাই। বিমানের টিকেট এখন অনলাইনে পাওয়া যায়।
“বিমানের টিকেট নিয়ে এজেন্টরা আগে নানা ধরনের কিছু করেছে। এখন যেগুলো পত্রপত্রিকায় আসে, এগুলো আমাদের টিকেট না। অন্যান্য এয়ারলাইন্সের টিকেট। তারা বাল্ক দিয়ে দেয়। পরে ওরা আস্তে-আস্তে ছাড়ে বেশি পয়সা দিয়ে। আমাদের টিকেটে ওইগুলো নাই।”
জনপ্রশাসন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বিমানের সংস্কারে কী উদ্যোগ নেওয়া হচ্ছে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, “এই যে আজকে নিজস্ব ব্যবস্থাপনায় সি-চেক সম্পন্ন হল। এটা আগে কোনো দিন হয়নি। বিমানের সবাই মিলে কাজ না করলে এটা হত না। যে কাজটা হল, কত কোটি টাকা সেইভ হল। বিমান যদি ভালোভাবে কাজ না-ই করে, কীভাবে এটা হল?"
বিমানের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা নিয়ে নিয়ে যে প্রশ্ন আছে, সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে চেয়ারম্যান বলেন, “বিমান প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই বিমান এই কাজ করে যাচ্ছে। বাইরের থেকে কেউ আসে যদি, সে কি আমেরিকা থেকে লোক নিয়ে আসবে? আমাদের লোক দিয়েই করাবে। তো আমরা আমাদের লোক দিয়ে করাতে পারব না?
“বাইরে থেকে কেউ এসে যদি বলে যে না আমি দুবাই থেকে লোক নিয়ে আসব, ইনডিয়া থেকে লোক নিয়ে আসব, তাহলে একটা আলাদা কথা।”
কিন্তু গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা নিয়ে বিদেশি এয়ারলাইন্সগুলোর অভিযোগ আছে, সে বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, “বিদেশি এয়ারলাইন্সগুলো কোনো কমপ্লেইনই করছে না। তাদের কোনো অসুবিধা হয় না। এটা অহেতুক।
“লাগেজ হ্যান্ডলিংয়ে কতগুলো ট্যাকটিক্যাল প্রব্লেম আছে। এখন যেখানে টার্মিনাল আছে, সেখানে তিনটার বেশি কন্টেইনার নেওয়া যায় না। সেটা নিয়ে পৌঁছানোর পরে ব্যাক করে বের হতে হয়। যখন বেশি লাগেজ থাকে, তখন প্রব্লেম হয়।”
মুয়ীদ চৌধুরী বলেন, “প্যাসেঞ্জার ইমিগ্রেশন করে বের হতে-হতে প্রথম লাগেজ চলে আসে। আমরা অনেক ইমপ্রুভ করেছি। লাগেজে আগে কিছু সমস্যা হত, হত না বললে ভুল হবে। এখন প্রত্যেককে (কর্মী) বডি ক্যামেরা দেওয়া আছে। সে কি করছে, কোথায় যাচ্ছে সার্বক্ষণিক দেখা হচ্ছে। এখন আর এটা করার সুযোগ নাই।
“আর যদি কাউকে পাওয়া যায়, সঙ্গে সঙ্গে... এখন আর জিজ্ঞাসাবাদ নাই, চাকরি খতম। যেই ধরনের প্লেন এখানে নামে, ওই ধরনের প্লেনই নামবে। তখন লোক বেশি দরকার হবে। আমরা লোক আরও নিচ্ছি।”
বাইরের এয়ারালাইন্সগুলোকে বিমান কি সি-চেক সেবা দিতে পারবে? এই প্রশ্নের জবাবে তিনি বলেন, “বাইরের এয়ারলাইন্সগুলোকেও আমরা সি-চেক সেবা দিতে পারব। দেশের বাইরে থেকে এয়ারক্রাফট এলে তাদেরও আমরা সেবা দেব। আমরা আরও এ ধরনের সার্ভিস করার পর মানুষ আস্থা পাবে।”
পুরনো খবর
'অথর্ব' বিমানকে দুই ভাগ করার সুপারিশ