চুক্তির আওতায় খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে প্রাণ ডেইরি ও এসিডিআই/ভোকা।
Published : 12 Oct 2024, 06:16 PM
দেশের দক্ষিণাঞ্চলে দুগ্ধ খাতের উন্নয়নে একসঙ্গে কাজ করতে দ্বিতীয়বারের মত চুক্তিবদ্ধ হয়েছে প্রাণ ডেইরি লিমিটেড ও যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এসিডিআই/ভোকা।
ইউএসএআইডির অর্থায়নে এসিডিআই/ভোকা পরিচালিত ‘বাংলাদেশ লাইভস্টক অ্যান্ড নিউট্রিশন অ্যাক্টিভিটি’ প্রকল্পের আওতায় এ চুক্তি সই হয়েছে বলে বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ।
সম্প্রতি ঢাকার বাড্ডায় প্রাণ ডেইরির প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন প্রাণ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইলিয়াছ মৃধা ও প্রকল্পের চিফ অব পার্টি মোহাম্মদ নুরুল আমিন সিদ্দিকী।
সেখানে বলা হয়েছে, দক্ষিণাঞ্চলে নিরাপদ দুধ উৎপাদন বৃদ্ধিতে খামার ব্যবস্থাপনার উপর খামারিদের প্রশিক্ষণ, দুধ সংগ্রহ ও বিপণনসহ দুগ্ধ খাতের সার্বিক উন্নয়নে কাজ করবে প্রাণ ডেইরি লিমিটেড ও এসিডিআই/ভোকা।
এ প্রকল্পের আওতায় সচেতনতামূলক প্রচার, খরা সহনশীল ঘাসের বীজ সরবরাহ, গবাদি পশু পালনে ঋণ সহায়তা, টিকাদানসহ নানা কার্যক্রমও পরিচালিত হবে। এতে অর্থায়নসহ নানাভাবে সহায়তা করবে এসিডিআই/ভোকা।
প্রাণ-আরএফএল গ্রুপ বিজ্ঞপ্তিতে বলেছে, প্রকল্পটির প্রথম ধাপ ২০২৩ সালে শেষ হয়েছে। ওই ধাপ শেষে দেখা গেছে প্রকল্পের আওতাধীন অঞ্চলে প্রাণ ডেইরির দুগ্ধ সংগ্রহ ২০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাণ ডেইরির চিফ অপারেটিং অফিসার মাকসুদুর রহমান, ডেপুটি জেনারেল ম্যানেজার (মার্কেটিং) রাকিবুল ইসলাম লেনিন, ডেপুটি ম্যানেজার (ডেইরি এক্সটেনশন) জিহাদুল কবির, এসিডিআই/ভোকার সিনিয়র প্রাইভেট সেক্টর এনগেজমেন্ট স্পেশালিস্ট নুরের রহমান এবং গ্রান্টস ম্যানেজার ইউ বা হে।