চলতি ডিসেম্বর থেকে ৯ শতাংশ হারে মজুরি বাড়বে, যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা।
Published : 09 Dec 2024, 11:59 PM
পোশাক শ্রমিকদের বার্ষিক মজুরি বৃদ্ধির হার ৫ শতাংশ থেকে বাড়িয়ে ৯ শতাংশ করার সিদ্ধান্ত হয়েছে শ্রম মন্ত্রণালয়ে এক বৈঠকে।
সোমবার সরকার, কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে এক ত্রিপক্ষীয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন জানিয়েছেন।
বৈঠক শেষে তিনি সাংবাদিকদের বলেন, চলতি ডিসেম্বর থেকে ৯ শতাংশ হারে মজুরি বাড়বে, যা জানুয়ারি মাসে পাবেন শ্রমিকরা। বেতন বৃদ্ধির সঙ্গে সবশেষ সংশোধিত শ্রম আইন অনুযায়ী অন্যান্য সুবিধাও মিলবে।
মালিক-শ্রমিক পক্ষকে দেশের স্বার্থে কাজ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, “এ মজুরি বৃদ্ধি সরকারের পুনর্মূল্যায়ন অথবা নিম্নতম মজুরি বোর্ড পরবর্তী নিম্নতম মজুরি হার ঘোষণা না করা পর্যন্ত অব্যাহত থাকবে।”
তুমুল গণআন্দোলনে গত অগাস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর গাজীপুর, আশুলিয়া ও সাভারের শ্রমিকরা টানা বিক্ষোভ দেখায়। তাদের অনেক দাবিদাওয়ার মধ্যে বেতন বাড়ানোর বিষয়টিও ছিল। আন্দোলনের পরিপ্রেক্ষিতে ১৮টি বিষয়ে পোশাকশিল্পের মালিক ও শ্রমিক নেতারা সমঝোতায় পৌঁছান।
সে অনুযায়ী ছয় মাসের মধ্যে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও নভেম্বরের মধ্যে বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে সরকারকে প্রতিবেদন দেওয়ার বাধ্যবাধকতা ছিল।
পরে ন্যূনতম মজুরি পুনর্মূল্যায়ন ও বার্ষিক মজুরি বৃদ্ধির বিষয়ে সক্ষমতা ও করণীয় নির্ধারণে একটি কমিটি গঠন করে শ্রম মন্ত্রণালয়। সেই কমিটির সঙ্গে কারখানা মালিক ও শ্রমিক প্রতিনিধিদের বৈঠকে বেতন বৃদ্ধির সিদ্ধান্ত হল।
অন্যদের মধ্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব এএইচএম সফিকুজ্জামান, পোশাক শিল্প খাতে বার্ষিক ইনক্রিমেন্ট বৃদ্ধি সংক্রান্ত সক্ষমতা ও করণীয় বিষয়ক কমিটির সদস্য মোহাম্মদ খোরশেদ আলম, শ্রমিক নেতা বাবুল আখতার, কবির আহম্মদ, এএনএম সাইফুদ্দীন, মালিক পক্ষের প্রতিনিধি ফজলে শামীম এহসান বৈঠকে উপস্থিত ছিলেন।