কোটালীপাড়ার ১২’শর বেশি সংখ্যক ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ২০০ নারী উদ্যোক্তা ঋণ পেয়েছে।
Published : 14 Dec 2023, 04:52 PM
গোপালগঞ্জের কোটালীপাড়ায় প্রান্তিক কৃষকদের স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করেছে বেসরকারি এবি ব্যাংক পিএলসি। ঋণ দেওয়া হয়েছে নারী উদোক্তাদেরও।
বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে এবি ব্যাংক জানিয়েছে, কোটালিপাড়া উপজেলার ১২’শর বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে।
এছাড়া একই অনুষ্ঠানে ২০০ নারী উদ্যোক্তার হাতে স্মার্ট কার্ডের মাধ্যমে সহজ ঋণ ‘স্মরণে বঙ্গবন্ধু’ তুলে দেওয়া হয়।
কোটালীপাড়ায় ‘বঙ্গবন্ধু দারিদ্র্য বিমোচন ও পল্লী উন্নয়ন একাডেমিতে’ এক অনুষ্ঠানে এবি ব্যাংক পিএলসির প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজালসহ স্থানীয় প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।