নতুন বিক্রয়কেন্দ্রে বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা।
Published : 20 Mar 2025, 03:30 PM
ঢাকার গুলশানে জাপানের ব্র্যান্ড সনির বিক্রয়কেন্দ্র চালু করার কথা জানিয়েছে স্মার্ট টেকনোলজিস্ লিমিটেড।
কোম্পানিটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বুধবার হাবিব সুপার মার্কেটের দ্বিতীয় তলায় ফিতা কেটে বিক্রয়কেন্দ্রটি উদ্বোধন করেন স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মাজহারুল ইসলাম ও সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস।
নতুন বিক্রয়কেন্দ্রে বিশেষ মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন গ্রাহকেরা। এর মধ্যে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে প্রথম ২০ জন গ্রাহক ৩ লাখ ৪৬ হাজার ৯০০ টাকার ৫৫ ইঞ্চি সনি এক্সআর-৫৫এ৮০এল ওলেড টিভি নিতে পারবেন ১ লাখ ৭০ হাজার টাকায়।
২ লাখ ৬১ হাজার ৯০০ টাকা মূল্যের কে-৬৫এস৩০ মডেলের টিভি নিতে পারবেন ১ লাখ ৫০ হাজার টাকায় এবং ৬ লাখ ৫ হাজার ৯০০ টাকার কে৮৫এস৩০ মডেলের ৮৫ ইঞ্চি টিভি পাওয়া যাবে ৩ লাখ ৫০ হাজার টাকায়।
এছাড়া ঈদ উপলক্ষে সনি-ব্রাভিয়া সিরিজের গুগল টিভি, জাপানের আরেক ব্র্যান্ড শার্পের রেফ্রিজারেটর, ফ্রিজ এবং স্মার্ট এলইডি টিভি, ফ্রিজ, ডিপ-ফ্রিজ, এয়ার কন্ডিশনসহ সনি-স্মার্টের সব পণ্য আকর্ষণীয় মূল্যে কেনার সুযোগ থাকছে।
সনি ইন্টারন্যাশনালের বাংলাদেশ শাখার প্রধান রিকি লুকাস বলেন, “এখন থেকে স্মার্ট টেকনোলজিসের তত্ত্বাবধানে গুলশানে চলবে সনি’র অফিসিয়াল স্টোর।”
স্মার্ট টেকনোলজিসের চেয়ারম্যান মাজহারুল ইসলাম বলেন, “দেশের ইলেকট্রনিক্স পণ্যের বাজারে প্রবেশের পর থেকেই গ্রাহকদের পক্ষ থেকে ব্যাপক সাড়া পাচ্ছে সনি-স্মার্ট। অল্প সময়ের ব্যবধানে সারা দেশে কাস্টমার-ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক গড়ে তুলেছি আমরা। এসব সম্ভব হচ্ছে আমাদের সুদৃঢ় ব্যবসায়িক নীতির কারণে।”
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন আরএমডিসি সনি’র ম্যানেজার ভিনসেন্ট টে, এক্সিকিউটিভ ভ্যালেরি জিঙ্গুয়ান ঊ, সনি-স্মার্ট পরিচালক তানভীর হোসাইন, হেড অব সেলস ও মহাব্যবস্থাপক সারোয়ার জাহান চৌধুরী, হেড অব মার্কেটিং ও উপ-মহাব্যবস্থাপক আজাদ রহমান, ইকো ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মুনীর চৌধুরী।