এ উদ্যোগে জলবায়ু ও লবণাক্ততা সহিষ্ণু বীজ, সার, কীটনাশকসহ কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং কৃষি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
Published : 29 Jan 2025, 08:00 PM
টেকসই কৃষি প্রযুক্তি, উৎপাদন বৃদ্ধিতে প্রশিক্ষণ, কারিগরি সহায়তা এবং বাজার সংযোগের সুযোগ তৈরিতে দেশের চরাঞ্চলের প্রায় ১০ হাজার কৃষকের সঙ্গে একযোগে কাজ করেছে বেসরকারি ব্যাংক ‘স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ’ ও আন্তর্জাতিক সামাজিক সংগঠন ‘ফ্রেন্ডশিপ’।
কৃষকদের সমৃদ্ধি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে টেকসই উন্নয়নে দেশের ৩৬টি চরে কাজের কথা জানানো হয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে।
সেখানে বলা হয়, “সম্প্রতি এই কৃষি উন্নয়ন উদ্যোগের দ্বিতীয় পর্যায়ে চরাঞ্চলের কৃষকদের ‘ফার্ম-টু-মার্কেট’ সহায়তা দেওয়া হচ্ছে।
এর মাধ্যমে কৃষকদেরকে উৎপাদন বাড়িয়ে দারিদ্র্যসীমা অতিক্রম এবং জলবায়ু চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহায়তা করেছে।
এ উদ্যোগে জলবায়ু ও লবণাক্ততাসহিষ্ণু বীজ, সার, কীটনাশকসহ কৃষকদের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং কৃষি সম্পদের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিতে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, “ফ্রেন্ডশিপের সঙ্গে এ উদ্যোগে কৃষকের আয় বাড়ানোর পাশাপাশি খাদ্য নিরাপত্তা এবং দেশের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধিতে অবদান রাখছি।
“কৃষকদেরকে প্রশিক্ষণ, দরকারি উপকরণ ও বাজারের সঙ্গে সরাসরি সংযোগ তৈরিতে কাজ করছি।”
এছাড়া ‘বাজার সংযোগ’ উদ্যোগে কৃষকদের কাজের সুযোগ ও বৃহৎ পরিসরে কৃষিপণ্য বিক্রিতে সক্ষম হয়ছেন বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।
সেখানে বলা হয়,“উদ্যোগের মাধ্যমে সৌর-চালিত পাম্প ও ফসল শুকানোর প্রযুক্তি গ্রহণ কৃষকদের আত্মনির্ভরশীল করতে সহায়তা করেছে।
উদ্যোগে ‘গুচ্ছগ্রাম’ নির্মাণ করে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে প্রতিকূল আবহাওয়া প্রতিরোধ এবং পশুসম্পদ ব্যবস্থাপনায় অগ্রাধিকার দেওয়া হয়ছে।
ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান বলেন, “আমরা কৃষকদের উন্নত প্রযুক্তি, প্রশিক্ষণ এবং বাজার সুযোগ প্রদান করে খাদ্য উৎপাদন বৃদ্ধি ও জলবায়ু চ্যালেঞ্জের মধ্যে তাদের টিকে থাকার ক্ষমতা বাড়িয়ে তুলছি।
“আমরা জীবন রক্ষার্থে ও সক্ষমতা বাড়াতে কাজ করছি। এমন একটি ভবিষ্যৎ গড়তে চাই, যেখানে কেউ পিছিয়ে থাকবে না।”
আরও পড়ুন
‘কৃষিতে মডেল গ্রাম’ বিনির্মাণে স্ট্যান্ডার্ড চার্টার্ড ও এসএএফ বাংলাদেশ
'হাজারের বেশি' কর্মসংস্থান সৃষ্টি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ
মাইজিপি অ্যাপে খোলা যাবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অ্যাকাউন্ট