গ্রামগুলোতে শিক্ষণ, উদ্ভাবন ও সামাজিক সেবার মাধ্যমে কৃষি সম্পর্কিত সমস্যার সমাধানে ‘সেন্টার অব এক্সিলেন্স’ এবং বাজার, প্রযুক্তি ও পরামর্শ সেবার জন্য ‘ফার্মার্স হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে।
Published : 22 Jan 2025, 08:10 PM
রংপুর জেলার পিছিয়ে পড়া দুই গ্রামকে কৃষিভিত্তিক টেকসই গ্রামীণ উন্নয়নের ‘মডেল গ্রামে’ রূপান্তর করার কথা বলেছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা সাসটেইনেবল অ্যাগ্রিকালচার ফাউন্ডেশন (এসএএফ)।
এ উদ্যোগের অংশ হিসেবে গ্রামগুলোর তিন হাজার ৫০০ জনের বেশি কৃষককে সহায়তা করার কথা বলা হয়েছে ব্যাংকটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে।
তাতে বলা হয়, গ্রামগুলোতে ‘স্মার্ট কৃষি’ উদ্যোগ বাস্তবায়নে শিক্ষণ, উদ্ভাবন ও সামাজিক সেবার মাধ্যমে কৃষি সম্পর্কিত সমস্যার সমাধানে ‘সেন্টার অব এক্সিলেন্স’ (সিওই) এবং বাজার, প্রযুক্তি ও পরামর্শ সেবার জন্য ‘ফার্মার্স হাব’ প্রতিষ্ঠা করা হয়েছে।
এ উদ্যোগের মাধ্যমে সৌরচালিত হাইব্রিড সেচ ব্যবস্থা, কম্বাইন্ড হারভেস্টার, ট্রাক্টর, প্রাকৃতিক গুদাম, কেঁচো সার তৈরি এবং নিরাপদ খাদ্য উৎপাদন প্রযুক্তিসহ আধুনিক কৃষি যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বলছে, এ প্রক্রিয়ায় ৬২ জনের কর্মসংস্থান এবং ৩৭ জন গ্রামীণ উদ্যোক্তা তৈরি হয়েছে। পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধি পাওয়ায় প্রথম পর্যায়ে কৃষি বীমা গ্রহণ করেছেন ৩০০ জন কৃষক।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের হেড অব কর্পোরেট অ্যাফেয়ার্স, ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং বিটপী দাশ চৌধুরী বলেন, “আমরা দেশব্যাপী ৫৭ হাজারের বেশি সুবিধাভোগীর জন্য ১৮টি কার্যকরী কৃষি প্রকল্প বাস্তবায়ন করেছি।
“মডেল গ্রাম বিনির্মাণের মাধ্যমে মানুষের জীবনমান উন্নত করার এই উদ্যোগ একটি নতুন মাইলফলক স্থাপন করেছে। এ উদ্যোগের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে, একবার শুরু হলে গ্রামবাসী নিজেরাই চালিয়ে এটি যেতে পারে।”
এসএএফ বাংলাদেশের নির্বাহী পরিচালক ফারহাদ জামিল বলেন, “আমাদের লক্ষ্য, স্মার্ট কৃষি পদ্ধতি প্রয়োগ ও কৃষি উদ্যোক্তাদের ক্ষমতায়নের মাধ্যমে কৃষকদের বিকাশ এবং পরিবর্তিত কৃষি প্রেক্ষাপটে যেন তারা খাপ খাওয়াতে পারে।”
আরও পড়ুন
'হাজারের বেশি' কর্মসংস্থান সৃষ্টি স্ট্যান্ডার্ড চার্টার্ড ও ইউসেপ
মাইজিপি অ্যাপে খোলা যাবে স্ট্যান্ডার্ড চার্টার্ডের অ্যাকাউন্ট