ভবিষ্যতেও মোজো এই ধরনের কাজে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
Published : 02 Jan 2024, 05:52 PM
ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় বাংলাদেশের কোমল পানীয় ব্র্যান্ড ‘মোজো’ এক টাকা করে দিচ্ছে তাদের বিক্রি করা প্রতিটি বোতল থেকে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূতের হাতে ৫০ লাখ টাকার চেক তুলে দিয়েছেন আকিজ ভেঞ্চার গ্রুপের চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন।
এই উদ্যোগে দেশের মানুষের একাত্মতা, সহযোগিতার প্রশংসা করে ভোক্তাদের অবদানের কথাও তুলে ধরেন তিনি।
ভবিষ্যতেও মোজো এই ধরনের কাজে মানুষের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।
এ সময় উপস্থিত ছিলেন আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ডিরেক্টর (অপারেশন) সৈয়দ জহুরুল আলম রুমন, চিফ মার্কেটিং অফিসার মাইদুল ইসলাম এবং মোজোর ব্র্যান্ড ম্যানেজার আদনান শফিকসহ অনেকে।