টাওয়াটিতে হাসপাতাল, হোটেল, কনফারেন্স ও কমিউনিটি হল, রেস্টুরেন্ট, সুইমিং পুলসহ সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে।
Published : 13 Feb 2025, 09:55 PM
আবাসন কোম্পানি ট্রপিক্যাল হোমস ৩০ বছর উদযাপন অনুষ্ঠানে ৪৫তলা বাণিজ্যিক টাওয়ারের নকশা উন্মোচন করেছে।
বৃহস্পতিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে এ নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কোম্পানিটি।
এতে ‘টি এ টাওয়ার’ নামে এ ভবনের রেপ্লিকা উন্মোচন করে সুউচ্চ ভবনটির বিভিন্ন দিক তুলে ধরার তথ্য সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে কোম্পানিটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, টাওয়াটিতে আন্তর্জাতিক মানের হাসপাতাল, হোটেল, কনফারেন্স হল, কমিউনিটি হল, রেস্টুরেন্ট, মসজিদ, ইনডোর গেমিং জোন, সুইমিং পুল, কফি কর্নার, সিটি ভিউ কর্নার ও ছাদে হেলিপ্যাড থাকবে।
পাশাপাশি পুরুষ ও নারীদের জন্য আলাদা জিম, স্টিম রুম, সাউনা, জাকুজি, পার্লার ও সেলুন থাকবে।
এছাড়া শিশুদের জন্য খেলার স্থান, ৩ডি মুভি থিয়েটার ও ভিআর রুম এবং নিরাপত্তায় আধুনিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা, ২৪/৭ সিসিটিভি নজরদারি ও সেন্ট্রাল সিকিউরিটি সিস্টেম থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়।
অনুষ্ঠানে কোম্পানির চেয়ারম্যান তানভীর রেজা ও ব্যবস্থাপনা পরিচালক শেখ রাবিউল হক কোম্পানির ভবিষ্যৎ পরিকল্পনা এবং নতুন প্রকল্প নিয়ে বক্তব্য দেন।
এসময় ট্রপিক্যাল হোমস ভবিষ্যতেও উদ্ভাবনী প্রকল্প এবং উচ্চমানের সেবা প্রদানের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে তারা প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান সরকার এবং আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সভাপতি মো. ওয়াহিদুজ্জামানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এছাড়া আবাসন খাতের ব্যবসায়ী, ব্যাংকার, সরকারি কর্মকর্তা, সেবা গ্রহীতা ও ভূমি মালিকরা উপস্থিত ছিলেন।