এই আয়োজনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, সাইক্লিং এবং দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়।
Published : 03 Jan 2024, 05:48 PM
ছাত্র-ছাত্রীদের মোবাইল ফোনের আসক্তি কমিয়ে খেলাধুলা ও ফিটনেসে আগ্রহী করতে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি ভিক্টোরি কাপ’ নামের একটি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে আরএফএলের ক্রীড়া সামগ্রী বিক্রির চেইনশপ দুরন্ত স্পোর্টস গ্যালারি।
দুরন্ত স্পোর্টস এক বিজ্ঞপ্তিতে জানায়, সম্প্রতি বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ন্যাশনাল বাংলা হাই স্কুলে (মিরপুর-২) ও সামিট স্কুল অ্যান্ড কলেজে (শেরপুর, বগুড়া) এই ক্রীড়া প্রতিযোগিতা হয়।
এই আয়োজনে দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেট, ফুটবল, সাইক্লিং এবং দৌড়সহ বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নেয়। পরে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
ন্যাশনাল বাংলা হাই স্কুলে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অব মার্কেটিং শফিক শাহীন, ইনচার্জ কামাল হোসেন ও সাব-অ্যাসিসটেন্ট ব্র্যান্ড ম্যানেজার নাহিদ আহমেদ অভিসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আর সামিট স্কুল অ্যান্ড কলেজে বিজয়ীদের পুরস্কার দেন দুরন্ত স্পোর্টস গ্যালারির স্থানীয় প্রতিনিধি সাইদুল হক।