ঈদের এসব বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে।
Published : 17 Mar 2025, 07:47 PM
ইদুল ফিতরকে কেন্দ্র করে নির্ধারিত ফ্লাইটের বাইরে ১৩টি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১৩টি অতিরিক্ত ফ্লাইটের তথ্য দিয়ে বিমান বলছে, ঢাকা থেকে সৈয়দপুর, রাজশাহী এবং বরিশাল রুটে এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বিমান।
এর মধ্যে ঢাকা-রাজশাহী-ঢাকা রুটে ২৫ থেকে ৩০ মার্চ ৬টি, ঢাকা-সৈয়দপুর-ঢাকা রুটে ২৬ থেকে ৩১ মার্চ ৬টি এবং ঢাকা-বরিশাল-ঢাকা রুটে ২৭ মার্চ একটি বিশেষ ফ্লাইট পরিচালনা করা হবে।
ইতোমধ্যে ঈদের এসব বিশেষ ফ্লাইটের টিকিট বিক্রি শুরু হয়েছে বলেও জানিয়েছে বিমান।
বিশেষ ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানো বা কমতে পারে কি না জানতে চাইলে বিমানের জনসংযোগ শাখার মহাব্যবস্থাপক বোসরা ইসলাম সোমবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ঈদকে সামনে রেখে এসব বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে।
“আপাতত আরও বাড়বে কি না বলা যাচ্ছে না। আমাদের তো আসলে সুযোগ নেই। যদি এয়ারক্রাফট পাওয়া যায়, তাহলে বাড়তে পারে।”